Follow us

শিগগিরই আসবে হুয়াওয়ে ওয়াচ জিটি ৩

 

বিগত কয়েক বছর ধরে, আইসিটি অবকাঠামো এবং স্মার্ট ডিভাইস সরবরাহে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে হুয়াওয়ে নিয়মিতই চিত্তাকর্ষক স্মার্ট ওয়ারেবল পণ্য বাজারজাত করছে এবং প্রিমিয়াম সেগমেন্টের স্মার্টওয়াচ মার্কেট শেয়ারে হুয়াওয়ে এগিয়ে রয়েছে। এটা শুনে আপনি নিশ্চয়ই অবাক হবেন, বাংলাদেশের বাজারে হুয়াওয়ের স্মার্টওয়াচ ক্যাটাগরিতে সর্বশেষ সংযোজন হুয়াওয়ে ওয়াচ জিটি ৩ শিগগিরই বাংলাদেশের বাজারে কিনতে পাওয়া যাবে। যদিও, ইতোমধ্যে বিশ্বের কয়েকটি দেশে নতুন এই স্মার্ট ডিভাইসটি লঞ্চ করা হয়েছে।

বিভিন্ন সূত্রের কাছ থেকে পাওয়া তথ্যমতে, হুয়াওয়ে ওয়াচ জিটি ৩ স্মার্টওয়াচটি আগের ওয়াচগুলো থেকে আরো বেশি স্টাইলিশ আউটলুক, টেকসই ব্যাটারি লাইফ, ওয়্যারলেস চার্জিং, দিনব্যাপী এসপিও২ মনিটরিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) রানিং কোচ, অ্যাপ ইনস্টলেশন এবং আরো অনেকগুলো আকর্ষণীয় ফিচার নিয়ে আসবে। এতোকিছু একসঙ্গে যুক্ত করার কারণ হলো, নতুন এ ডিভাইসটি তৈরি করা হয়েছে, শহুরে জীবনে অভ্যস্ত নাগরিক এবং খেলাধুলায় আগ্রহীদের কথা মাথায় রেখে। চলতি মার্চ মাসের শুরুর দিকে স্মার্ট ওয়াচটি দেশের বাজারে পাওয়া যাবে বলে গুঞ্জন রয়েছে।

স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, “হুয়াওয়ে তাদের প্রতিটি প্রজন্মের স্মার্টওয়াচে ব্যবহারকারীদের জন্য অসাধারণ সব অভিজ্ঞতা ও ফিচার যুক্ত করে আসছে। স্মার্টওয়াচটিতে স্বাস্থ্য এবং ফিটনেস ধরে রাখায় সচেতন ব্যবহারকারীদের বহুমুখি চাহিদা, চ্যালেঞ্জ এবং নিত্য নতুন ফিচার থাকবে। আনুষ্ঠানিক ঘোষণার আগে হুয়াওয়ে ওয়াচ জিটি ৩ এর স্পেসিফিকেশন থেকে শুরু করে দাম ও ফিচার সম্পর্কে এখনি নির্দিষ্ট করে কিছু বলা না গেলে আশা করা যাচ্ছে তা ক্রেতাদের হাতের নাগালের মধ্যে থাকবে।”

স্থানীয় বাজার সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, হুয়াওয়ের নতুন স্মার্টওয়াচটি প্রতিটি প্রজন্মের ব্যবহারকারীদের জন্য একটি অভূতপূর্ব অভিজ্ঞতা দিতে এটি তৈরিতে গ্লাস ফ্রন্ট, প্লাস্টিক ব্যাক এবং স্টেইনলেস-স্টিল ফ্রেম ব্যবহার করা হবে। এটি ৫০ মিটার পানি প্রতিরোধী (+ ৫ এটিএম এবং দুটি ভিন্ন ধরনের ২২ মিমি স্ট্র্যাপ (৪৬ মিমি মডেল) এবং ২০ মিমি স্ট্র্যাপ (৪২ মিমি মডেল) এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ৪৫.৯ x ৪৫.৯ x ১১ মিমি এবং ৩৫ গ্রাম ওজন ( ৪২ মিমি) / ৪২.৬ গ্রাম (৪৬ মিমি)।

এছাড়াও, নতুন স্মার্টওয়াচটিতে একটি ১.৪৩-ইঞ্চি এমোলেড ডিসপ্লে থাকবে যার রেজোলিউশন হবে ৪৬৬ x ৪৬৬ পিক্সেল এবং এর ঘনত্ব হবে ৩২৬ পিপিআই৷ স্মার্টওয়াচটিতে একটি ৪৫৫ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে এবং ব্যবহারকারীরা ক্যাবলছাড়াই স্মার্টওয়াচটিকে চার্জ করতে পারবেন৷ এছাড়াও নতুন এ ডিভাইসে অ্যাক্সেলারোমিটার, জাইরো, হার্ট রেট, ব্যারোমিটার, কম্পাস, এসপিও২ এবং থার্মোমিটারের মতো সেন্সরগুলোর যুক্ত থাকবে যা শরীরের তাপমাত্রা সমন্বয়ে কাজ করবে।

বিভিন্ন দেশে ব্ল্যাক, স্টিল এবং গোল্ডসহ বিভিন্ন রঙে এই স্মার্টওয়াচটি লঞ্চ করা হয়েছে। হুয়াওয়ে ওয়াচ জিটি ৩ তে ব্লুটুথ ৫.১, জিপিএস এবং অন্যান্য স্পেসিফিকেশন ও ফিচারের সমাহার থাকবে। তাই, দেশের বাজার লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গে সময় উপযোগী ও দুর্দান্ত স্টাইলিশ এই ডিভাইসটি কেনার পরিকল্পনা এখনি শুরু করে দিতে পারেন।

বিডি প্রেসরিলিস / ০৬ মার্চ ২০২২ /এমএম     


LATEST POSTS
শুরু হলো সিটি আইটি ঈদ ফেস্ট ২০২৫

Posted on মার্চ ১৯th, ২০২৫

আইটেল পাওয়ার ৭০ : দীর্ঘস্থায়ী ব্যাটারির শক্তি ও সাশ্রয়ী দামে সেরা পারফরম্যান্স

Posted on মার্চ ১৮th, ২০২৫

‘পার্সিয়ান টেল’ থিমে সারা’র আকর্ষণীয় ঈদ আয়োজন

Posted on মার্চ ৬th, ২০২৫

স্মার্ট যাত্রার টেকসই সমাধান-টেইলজি ই-মোটরসাইকেল

Posted on মার্চ ৬th, ২০২৫

চীনের হাইতিয়ান গ্রুপের সঙ্গে আরএফএল-এর চুক্তি

Posted on মার্চ ৩rd, ২০২৫

ভ্যাসলিনের নতুন পণ্য ‘ভ্যাসলিন গ্লুটা হায়া’ সিরাম ইন লোশন

Posted on মার্চ ৩rd, ২০২৫

ওয়ালটন নিয়ে এলো ডিজিটাল সাইনেজ ডিসপ্লে

Posted on মার্চ ৩rd, ২০২৫

ল্যাক্সফো’র নতুন রিচার্জেবল ফ্যান উন্মোচন

Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫

ঢাকা ট্রাভেল মার্টে ফার্স্টট্রিপের B2C প্ল্যাটফর্ম উদ্বোধন

Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫

মুক্তি পেল ‘মুক্তি: জেন জেড রেভ্যুলেশন’ সিরিজের প্রথম পর্ব

Posted on জানুয়ারি ৮th, ২০২৫