Follow us

নান্দনিক শৌখিনতায় হুয়াওয়ে ওয়াচ জিটি-৩

 

নিজস্ব প্রতিবেদক :: দেশের বাজারে আসার প্রথম মাসেই ব্যহারকারীদের কাছ থেকে ব্যাপক সাড়া এবং জনপ্রিয় হয়ে ওঠেছে হুয়াওয়ে ওয়াচ জিটি-৩। সাশ্রয়ী মূল্যে, স্বাস্থ্য পর্যবেক্ষণ এবং বিজ্ঞানসম্মতভাবে ফিটনেস ট্রেনিংয়ের সঠিক ট্র্যাকিংসহ ট্রেন্ডি লুক, সম্পূর্ণ আপডেট এবং নতুন ইন্টারফেস ডিজাইন হওয়াতে সব বয়সীদের হাতে মানানসই এই স্মার্টওয়াচ।

হারমোনিওএস ২.১ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হুয়াওয়ে ওয়াচ জিটি-৩ স্মার্টওয়াচটির ফ্রেম সাইজ ৪৬এমএম। স্টেইনলেস স্টিলের ফ্রেমের নতুন এই স্মার্টওয়াচটির সামনের অংশ গ্লাস এবং পিছনে অংশ প্লাস্টিক দিয়ে তৈরি। পরবর্তী প্রজন্মের হুয়াওয়ের স্মার্টওয়াচটি বাংলাদেশে মাত্র ২৩ হাজার ৯৯৯ টাকায় কেনা যাচ্ছে।

সঠিক স্বাস্থ্য ও ফিটনেস ট্রেনিং মনিটরিংয়ের জন্য নতুন হুয়াওয়ে ওয়াচ জিটি ৩ -এ রয়েছে ট্রুসিনটিএম ৫.০+ হার্ট রেট মনিটরিং প্রযুক্তি। ওয়্যারলেস চার্জিং সুবিধাসহ ৪৫৫ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারিতে টানা ১৪ দিনের লাইফ সাপোর্ট পাওয়া যাবে।

ওয়াচটির ব্যাপারে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘দেশে বাজারে হুয়াওয়ে ওয়াচ জিটি-৩ -এর আনুষ্ঠানিক উদ্বোধনের প্রথম মাসেই স্মার্টওয়াচ ব্যবহারকারীদের কাছ থেকে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। অতুলনীয় নান্দনিক শৌখিনতা এবং স্বাস্থ্য ও ফিটনেস ট্রেনিং মনিটরিংয়ের ফাংশন যুক্ত স্মার্টওয়াচের খোঁজ করা ক্রেতাদের অনায়াসেই হুয়াওয়ে ওয়াচ জিটি-৩ ডিভাইসটি পছন্দ হবে।”

হুয়াওয়ে ওয়াচ জিটি-৩ তে বেশ কিছু অত্যাধুনিক ফিচার যুক্ত করা হয়েছে। ৪২.৬ গ্রাম (৪৬ মিমি) ওজনের এই স্মার্টওয়াচটিতে প্রায় ৫০ মিটার পানির চাপ প্রতিরোধে এতে ৫ এটিএম যুক্ত করা হয়েছে। এছাড়াও থাকছে নিয়মিত ২২ মিমি স্ট্র্যাপ (৪৬ মিমি মডেল)। নতুন স্মার্টওয়াচটির ১.৪৩ ইঞ্চির অ্যামোলয়েড ডিসপ্লেতে ৩২৬ ঘনত্বের ৪৬৬ বাই ৪৬৬ পিক্সেলের রেজুলিউশন সুবিধা পাওয়া যাবে।

ওয়াচটিতে অ্যাক্সিলোমিটার, জাইরো, হার্টরেট, ব্যারোমিটার, কম্পাস, এসপিও২ এবং শরীরের তাপমাত্রা মাপার থার্মোমিটার সেন্সরসহ ব্লুটুথ ৫.১ এবং জিপিএস ফিচার যুক্ত করা হয়েছে। এআই রানিং কোচ এবং হেলদি লিভিং শ্যামরক রয়েছে। ব্লাক, স্টিল ও গোল্ড রঙের হুয়াওয়ে ওয়াচটিতে ওয়ার্কআউট মনিটরিং ফিচার হিসেবে রয়েছে ১৮টি পেশাদার ওয়ার্কআউট মোড, ১২টি আউটডোর ওয়ার্কআউট ও ৬টি ইনডোর ওয়ার্কআউট মোডসহ শতাধিক ওয়ার্কআউট মোড।

বিডি প্রেসরিলিস / ২৪ এপ্রিল ২০২২ /এমএম 


LATEST POSTS
দেশের বাজারে ডাহুয়ার নতুন ওয়্যারলেস সিসি ক্যামেরা

Posted on মে ১৪th, ২০২৪

কোয়ালিটির ক্ষেত্রে বাংলাদেশে নাম্বার ১ স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি

Posted on মে ৫th, ২০২৪

বাজারে এলো ওয়ান্ডার’র নতুন দুটি কেক

Posted on মে ৫th, ২০২৪

রুচি বারবিকিউ চানাচুরের জমজমাট মিম ফেস্ট

Posted on মে ৫th, ২০২৪

বঙ্গ’র স্টিকার সাকিবের ব্যাটে

Posted on মে ৫th, ২০২৪

শুরু হল জিপি এক্সিলারেটর বুটক্যাম্প

Posted on এপ্রিল ২৯th, ২০২৪

প্রিমিয়ার ব্যাংক ও নগদের মধ্যে রেমিট্যান্স বিতরণ বিষয়ক চুক্তি স্বাক্ষর

Posted on এপ্রিল ১৭th, ২০২৪

প্রিমিয়ার ব্যাংক ও নগদের মধ্যে রেমিট্যান্স বিতরণ বিষয়ক চুক্তি স্বাক্ষর

Posted on এপ্রিল ১৭th, ২০২৪

বিজ্ঞাপনী প্রতিষ্ঠানকে আইনি নোটিশ, চুক্তি বাতিল

Posted on এপ্রিল ১৭th, ২০২৪

অনারের মিডরেঞ্জ ফ্ল্যাগশিপ স্মার্টফোন এক্স৯বি

Posted on এপ্রিল ১৭th, ২০২৪