র্যাম ও ইন্টারন্যাল স্টোরেজ বাড়িয়ে নতুন সংস্করণে প্রিমো এস৭ বাজারে এনেছে ওয়ালটন।নতুন সংস্করণে রয়েছে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি রম। আর চাইলে ২৬৫ জিবি পর্যন্ত মেমোরি কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়ানো যাবে।আগে ফোনটির ৩ জিবি র্যাম ও ৩২ জিবি রমের সংস্করণ বাজারে ছাড়া হয়েছিল। চাহিদার কারণেই নতুন সংস্করণে আবার আনা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে ওয়ালটন।
নতুন সংস্করণটির দাম ১৫ হাজার ৬৯৯ টাকা। যা বাণিজ্য মেলায় এক হাজার টাকা ছাড়ে কিনতে পারবেন ক্রেতারা।ডিভাইসটিতে রয়েছে ৬.২৬ ইঞ্চির ইউ-নচ ডিসপ্লে। এইচডি প্লাস পর্দার রেজ্যুলেশন ১৫২০ বাই ৭২০ পিক্সেল। আইপিএস প্রযুক্তির স্মার্টফোনটিতে রয়েছে ধুলা ও আঁচড়রোধী ২.৫ডি কার্ভড গ্লাস।
ফোনটি অ্যান্ড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেমে পরিচালিত। রয়েছে ৬৪ বিটের ২.০ গিগাহার্জ গতির অক্টাকোর প্রসেসর। সঙ্গে রয়েছে এবং পাওয়ার ভিআর জিই৮৩২০ গ্রাফিক্স।ফোনটির পেছনে এলইডি ফ্ল্যাশযুক্ত এফ ২.০ অ্যাপারচারের পিডিএএফ প্রযুক্তির ১২, ১৩ এবং ২ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা। সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।ফোনটিতে দেওয়া হয়েছে ৩৯০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি।
বিডি প্রেসরিলিস /১৫ জানুয়ারি ২০২০ /এমএম
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫