Follow us

দেশের বাজারে স্যামসাংয়ের নতুন ফোন

 

নিজস্ব প্রতিবেদক :: গ্যালাক্সি এম সিরিজের নতুন সংস্করণ গ্যালাক্সি এম৩২ উন্মোচন করেছে স্যামসাং বাংলাদেশ। উদ্ভাবনী প্রযুক্তির এ স্মার্টফোনটিতে রয়েছে অনন্য সব ফিচার, যা ফোনটিকে তরুণ প্রজন্মের জন্য উপযুক্ত স্মার্টফোন করে তুলেছে।আকর্ষণীয় ডিজাইনের ফোনটিতে রয়েছে ৬.৪ ইঞ্চির এফএইচডি প্লাস সুপার অ্যামোলেড ইনফিনিটি-ইউ ডিসপ্লে। স্মার্টফোনটিতে রয়েছে ৯০ হার্টজের রিফ্রেশ রেট, যা ব্যবহারকারীদের দিবে স্মুথ স্ক্রলিং ও ট্রানজিশন, সাথে নিশ্চিত করবে দ্রুতগতির ব্রাউজিং অভিজ্ঞতা।

গ্যালাক্সি এম৩২ তে রয়েছে ৬ হাজার মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। ফোনটির শক্তিশালী ব্যাটারি স্মার্টফোনটিকে মিলেনিয়াল ও জেনারেশন জেড -এর জন্য উপযুক্ত ফোনে পরিণত করেছে। যেহেতু, এ প্রজন্ম অনেক বেশি সময় স্মার্টফোনে ব্যস্ত কাটায়, তাই তাদের জন্য নির্বিঘ্নে স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা দিবে গ্যালাক্সি এম৩২। দিন-থেকে-রাত পর্যন্ত ব্যাটারি ব্যাকআপে ফোনটিতে রয়েছে ২৫ ওয়াটের ফাস্ট-চার্জিং সুবিধা। এর ফলে, ব্যবহারকারীরা কোনো ভাবনা ছাড়াই স্মার্টফোন ব্যবহার করতে পারবনে এবং সবসময় তাদের সাথে চার্জার সাথে নিয়ে ঘুরতে হবে না।

সুবিশাল ব্যাটারি ছাড়াও স্মার্টফোনটির হেলিও জি৮০ গেমিং প্রসেসর ব্যবহারকারীকে দিবে কোনো ল্যাগ ছাড়াই গেম খেলার দুর্দান্ত অভিজ্ঞতা। পাশাপাশি, ফোনটি নিশ্চিত করবে দ্রুত গেমিং ও ভিডিও পারফরমেন্সের ঝামেলাবিহীন অভিজ্ঞতা।

অন্যদিকে, যারা তাদের জীবনের সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দী করতে চান, তাদের জন্য স্যামসাং নিয়ে এসেছে ভার্সেটাইল মোবাইল ফটোগ্রাফি ফিচার। স্যামসাং -এর সম্প্রতি উন্মোচন করা এ ফোনে রয়েছে ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, ৬৪ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ডেপথ ও ম্যাক্রো লেন্স। এছাড়াও, স্মার্টফোনটির সামনে রয়েছে ২০ মেগাপিক্সেলের ক্যামেরা, যার মাধ্যমে ব্যবহারকারীরা তুলতে পারবেন সোশ্যাল মিডিয়ায় তাৎক্ষণিক আপলোডে উপযোগী দারুণ সব সেলফি।

স্যামসাং গ্যালাক্সি এম৩২ স্মার্টফোনটিতে রয়েছে আরও অসাধারণ সব ফিচার; যেমন: বিশাল স্টোরেজ, সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, টাইপ-সি চার্জিং সহ অনেক কিছু। ফোনটির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ২২ হাজার ৯৯৯ টাকা।

বিডি প্রেসরিলিস / ১৮ আগস্ট ২০২১ /এমএম 


LATEST POSTS
ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫

উন্মোচিত হলো টফি’র নতুন প্ল্যাটফর্ম

Posted on মে ১৫th, ২০২৫

পাঠাওয়ের ‘চলো দেশি ভাইব-এ’ ক্যাম্পেইন

Posted on মে ১৫th, ২০২৫

সাত বছরে ‘সারা’ লাইফস্টাইল

Posted on মে ১৫th, ২০২৫

ওয়ালটনের অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ নতুন মডেলের স্মার্ট ফ্রিজ উন্মোচন

Posted on মে ১০th, ২০২৫