Follow us

দুর্দান্ত ক্যামেরা নিয়ে বাজারে স্যামসাং-এর নতুন স্মার্টফোন

নিজস্ব প্রতিবেদক ::  স্মার্টফোন মানেই স্যামসাং ফোন। স্যামসাং ফোন নানান কারণে বাংলাদেশ, ভারতসহ এশিয়া মহাদেশে ব্যাপক জনপ্রিয়। দুর্দান্ত ক্যামেরা নিয়ে বাজারে স্যামসাং নিয়ে এসেছে নতুন স্মার্টফোন গ্যালাক্সি এম২৩ ৫জি। স্যামসাং গ্যালাক্সি এম২৩ ৫জি-এর ডিজাইনটি গতবছর লঞ্চ হওয়া এর পূর্বসূরী, স্যামসাং গ্যালাক্সি এম২২-এর তুলনায় বেশ কিছুটা আলাদা।

পূর্বসূরিতে বর্গাকার-আকৃতির ক্যামেরা মডিউল দেখা গেছে, তবে এই ফোনের ক্যামেরা আইল্যান্ডটি ভার্টিক্যাল বা উল্লম্ব পিলের আকারের হবে। রেন্ডারগুলো আরও প্রকাশ করে যে ডিভাইসটি তার পূর্বসূরির কোয়াড-ক্যামেরা সেটআপের পরিবর্তে একটি ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে।

মিড-রেঞ্জ স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সির এই মডেলে রয়েছে ৫জি কানেক্টিভিটি। সঙ্গে রয়েছে ৬.৬ ইঞ্চির ফুল এইচডি+ টিএফটি ডিসপ্লে।, যা ১৬ মিলিয়ন রঙ এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। এছাড়া, এই ডিসপ্লেতে ফ্রন্ট ক্যামেরার জন্য ওয়াটারড্রপ নচ কাটআউট দেখতে পাওয়া যাবে। এই আপকামিং ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৫০জি প্রসেসর সহ আসবে এবং এতে, কমপক্ষে ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ পাওয়া যাবে। আবার এই ৫জি স্মার্টফোনে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১ টিবি পর্যন্ত স্টোরেজ সম্প্রসারণ করা সম্ভব হবে।

উন্নত ফটোগ্রাফির জন্য, স্যামসাং গ্যালাক্সি এম২৩ ৫জি হ্যান্ডসেটের ব্যাক প্যানেলে অবস্থিত ট্রিপল ক্যামেরা ইউনিটে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন এবং এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, এফ/২.২ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং এফ/২.৪ অ্যাপারচার সহ ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর উপস্থিত থাকবে। ব্যাক ক্যামেরাগুলি ১২০ ফ্রেম পার সেকেন্ড-এ ৭২০ পিক্সেল ভিডিও রেকর্ডিং এবং ৩০ ফ্রেম পার সেকেন্ড-এ ৪কে ভিডিও রেকর্ডিং সাপোর্ট করবে।

স্যামসাং গ্যালাক্সি এম২৩ ৫জি ফোনে রয়েছে ব্লুটুথ ৫.০, জিপিএস, এনএফসি, ওয়াই-ফাই, ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক, ইউএসবি টাইপ-সি পোর্ট, সিঙ্গেল স্পিকার পাওয়া যাবে। হ্যান্ডসেটটির ওজন প্রায় ১৯৮ গ্রাম এবং পরিমাপ ১৬৫.৫ x ৭৭.০ x ৮.৪ মিলিমিটার হবে। সফ্টওয়্যারের ক্ষেত্রে, আসন্ন স্যামসাং স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ান ইউআই ৪.১ কাস্টম স্কিনে রান করবে।

বিডি প্রেসরিলিস / ০৬ মার্চ ২০২২ /এমএম


LATEST POSTS
ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫

উন্মোচিত হলো টফি’র নতুন প্ল্যাটফর্ম

Posted on মে ১৫th, ২০২৫

পাঠাওয়ের ‘চলো দেশি ভাইব-এ’ ক্যাম্পেইন

Posted on মে ১৫th, ২০২৫

সাত বছরে ‘সারা’ লাইফস্টাইল

Posted on মে ১৫th, ২০২৫

ওয়ালটনের অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ নতুন মডেলের স্মার্ট ফ্রিজ উন্মোচন

Posted on মে ১০th, ২০২৫