Follow us

এ সিরিজের নতুন দুটি সংস্করণ আনছে স্যামসাং

নিজস্ব প্রতিবেদক :: স্যামসাং সম্প্রতি এ এবং এম সিরিজের ফোন এনে বাজারে ভালো অবস্থান তৈরি করে নিয়েছে।ব্যবহারকারীদের চাহিদা বিবেচনায় এ সিরিজের দুটি ফোনের নতুন সংস্করণের ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয় প্রতিষ্ঠানটি। নতুন ফিচার আর উন্নত ক্যামেরায় ‘গ্যালাক্সি এ৫০ এস’ এবং ‘এ৩০ এস’ আনার কথা জানিয়েছে স্যামসাং।

এর মধ্যে এ৫০ এস মডেলটিতে থাকছে ৪৮ মেগা পিক্সেল ক্যামেরা এবং এ৩০ এস মডেলের ফোনে থাকছে ২৫ মেগাপিক্সেল ক্যামেরা।এছাড়াও ফোন দুটিতে থাকছে কিছু আকর্ষণীয় ফিচার। এর মধ্যে অন্যতম হলো এর ব্যাটারি। যা দেওয়া হয়েছে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার। সঙ্গে থাকছে ফাস্ট চার্জিং।

গেইমিং বেইজ ৬.৪ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে থাকছে উভয় ফোনেই। তবে এ৫০ এসের ডিসপ্লে রেজুলেশন ১০৮০*২৩৪০ পিক্সেল। এ৩০ এসের পর্দার রেজুলেশন ৭২০*১৫৬০ পিক্সেল।এ৫০ এস ডিভাইসটি দুটি সংস্করণে পাওয়া যাবে। এর একটি চার জিবি র‍্যাম ৬৪ জিবি রম এবং ছয় জিবি র‍্যাম ও ১২৮ জিরি রম। এছাড়াও ৫১২ জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে।

এ৩০ এস তিন জিবি র‍্যাম ও ৩২ জিবি এবং চার জিবি র‍্যাম ও ৬৪ জিবি কিংবা ১২৮ জিবি রমের সংস্করণে পাওয়া যাবে। এটিতেও ৫১২ জিবি পর্যন্ত এসডি কার্ড ব্যবহার করা যাবে।এছাড়াও ফোন দুটিতে থাকছে অনস্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট, ইউএসবি টাইপ সি ব্যবহারের সুবিধা।ফোন দুটি কবে নাগাদ বাজারে ছাড়া হবে সেটি এখনো জানায়নি স্যামসাং।

বিডি প্রেসরিলিস / ২৪ আগস্ট ২০১৯ /এমএম


LATEST POSTS
শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫

উন্মোচিত হলো টফি’র নতুন প্ল্যাটফর্ম

Posted on মে ১৫th, ২০২৫

পাঠাওয়ের ‘চলো দেশি ভাইব-এ’ ক্যাম্পেইন

Posted on মে ১৫th, ২০২৫