নিজস্ব প্রতিবেদক :: স্মার্টফোনে গেইম খেলার প্রবণতা আগের চেয়ে কয়েকগুণ বেড়েছে। একই সঙ্গে বেড়েছে গেইমিং ফোনের চাহিদা।তরুণদের চাহিদাকে তাই প্রাধান্য দিতে চায় আইফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাপলও। এবার প্রতিষ্ঠানটি আইফোনে গেইমিং কেন্দ্রিক ডিসপ্লে আনার দিকে নজর দিচ্ছে।
আগামী ২০২০ সালে যে আইফোন আনা হবে সেখানে এমন ডিসপ্লে থাকবে বলে ধারণা করা হচ্ছে।গেইমিং ডিসপ্লে সাধারণত বেশি স্মুথ এবং টাচ সহায়ক হয়। যাতে খুব দ্রুততার সঙ্গে সেটি কাজ করে।সাধারণত অ্যামোলেড ডিসপ্লেকে গেইমিং ডিসপ্লের আদর্শ বলা হয়। আর এই ডিসপ্লেগুলো তৈরি করে শুধুমাত্র স্যামসাং এবং এলজি।
অ্যাপল চাইছে ২০২০ সালের মধ্যে তারা আইফোনে ৬০ থেকে ১২০ গিগাহার্জ সুইচঅ্যাবলের একটি ডিসপ্লে ব্যবহার করতে। সেটার জন্য স্যামসাং ও এলজির সঙ্গে আলোচনাও চালিয়ে যাচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে।
তবে এটি যদি সত্যিও হয় তবে ১২০ মেগাহার্জের এটাই প্রথম ডিসপ্লে হবে না অ্যাপলের। এর আগেও প্রতিষ্ঠানটি এমন ডিসপ্লের ফোন এনেছে। এর আগে অ্যাপলের কিছু ডিভাইসে এমন ডিসপ্লের ব্যবহার হয়েছে যেগুলো ২০১৭ সালেই বাজারে ছাড়া হয়েছে।আগামী বছর অ্যাপল ফাইভজি এবং থ্রিডি সেন্সিংসহ ডিভাইস আনবে বলে ধারণা করা হচ্ছে।
বিডি প্রেস রিলিস / ২৩ জুলাই ২০১৯ /এমএম
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১০th, ২০২৫