Follow us

তিন স্ক্রিনের স্মার্টফোন

 

নিজস্ব প্রতিবেদক :: একটি স্ক্রিনযুক্ত স্মার্টফোন যদি আপনার জন্য পর্যাপ্ত না হয়ে থাকে, তাহলে শিগগির আপনার প্রত্যাশা পূরণ করতে পারে এলজি।আগামী ৬ সেপ্টেম্বর থেকে বার্লিনে শুরু হতে যাচ্ছে ৬ দিনের বার্ষিক প্রযুক্তি সম্মেলন আইএফএ ২০১৯। গত সোমবার এলজি তাদের নতুন ফোনের একটি টিজার প্রকাশ করেছে, যেখানে ইঙ্গিত দেয়া হয়েছে প্রতিষ্ঠানটি আইএফএ সম্মেলনে ট্রিপল ডিসপ্লে অর্থাৎ তিন স্ক্রিনের স্মার্টফোনের ঘোষণা দিতে পারে।

প্রকাশিত টিজারে দেখা গেছে, ডুয়াল স্ক্রিনের একটি ফোল্ডেবল ফোন। ফোনটির ভাঁজ খুললে তা খোলা বইয়ের মতো দেখায়। বিষয়টি স্যামসাংয়ের গ্যালাক্সি ফোল্ড ফোনের মতো মনে হলেও, টিজারে স্পষ্ট করে পার্থক্য দেখানো হয়েছে। এলজির ফোনটিতে একটি ভাঁজযোগ্য স্ক্রিনের পরিবর্তে দুটি আলাদা স্ক্রিন থাকবে।

ভিডিওটি দেখে মনে হচ্ছে, দুটি স্ক্রিনে একই সময়ে দুটি আলাদা অ্যাপ ব্যবহার করা যাবে। উদাহরণস্বরূপ ভিডিও ক্লিপটিতে দেখানো হয়েছে, একটি স্ক্রিনে গেম খেলা চলছে এবং একই সময়ে অন্য স্ক্রিনটিতে ম্যাপস অ্যাপ চলছে। টিজারের শেষের দিকে দেখা গেছে, ফোনটি ভাঁজ করার পর সামনে দিকে তারিখ এবং সময় জ্বলজ্বল করছে-যা ইঙ্গিত দিচ্ছে ফোনটির সামনে তৃতীয় আরেকটি ডিসপ্লে থাকবে।আসন্ন এই ফোনটির সঙ্গে এলজির ইতিমধ্যে উন্মোচন করা ভি৬ থিনকিউ ফোনের মিল রয়েছে। ভি৬ থিনকিউ ফোনেও ডুয়াল স্ক্রিন রয়েছে এবং উভয় স্ক্রিনে একই অ্যাপ কিংবা উভয় স্ক্রিনে আলাদা অ্যাপ ব্যবহার করা যাবে।

সুতরাং এমনটাও হতে পারে যে, টিজারে যে ফোনটি দেখানো হয়েছে সেটি আসলে ট্রিপল ডিসপ্লে অর্থাৎ তিন স্ক্রিনের স্মার্টফোন নাও হতে পারে। সম্ভবত এলজির ডুয়াল স্ক্রিন কাভারের মতো অ্যাকসেসরিজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি নতুন ফোন।

বিডি প্রেসরিলিস / ১৭ আগস্ট ২০১৯ /এমএম


LATEST POSTS
শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫

উন্মোচিত হলো টফি’র নতুন প্ল্যাটফর্ম

Posted on মে ১৫th, ২০২৫

পাঠাওয়ের ‘চলো দেশি ভাইব-এ’ ক্যাম্পেইন

Posted on মে ১৫th, ২০২৫