নিজস্ব প্রতিবেদক :: আইইউবিতে ৭ দিনের অরোস ইন্টার ইউনিভার্সিটি গেমিং চ্যাম্পিয়নশিপ আইইউবিতে অরোস ইন্টার ইউনিভার্সিটি গেমিং চ্যাম্পিয়নশিপ আগামী ২৫ জুলাই থেকে ৩১শে জুলাই টানা ৭ দিন ব্যাপি গেমিং কনটেন্ট।এতে ডটা ২, সিএসঃগো, ফিফা ১৯ ,এনএফএস এবং পাবজি মোবাইল গেমস খেলতে পারবে গেমারসরা।যেকোনো ইউনিভার্সিটির স্টুডেন্টরা অনলাইন ও স্পট রেজিষ্ট্রেশনের মাধ্যমে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারবে।
এই চ্যাম্পিয়নশিপ এর টাইটেল স্পন্সর গিগাবাইট। গোল্ড স্পন্সর এসার, জি-স্কিল, লজিটেক ও কুলারমাস্টার। সাইবার সিকিউরিটি পাটনার ক্যাসপারস্কি। মিডিয়া পাটনার সি নিউজ ,কালের কন্ঠ এন্ড পাওয়ারড্ বাই ওয়ালটন ল্যাপটপ ও ক্লাব জি ওয়ান।এই কনটেস্ট এর বিজয়ীদের জন্য ১ লাখেরও বেশি টাকার প্রাইজ এর ব্যাবস্থা করা হয়েছে।
বিডি প্রেস রিলিস / ২৩ জুলাই ২০১৯ /এমএম
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫