নিজস্ব প্রতিবেদক :: বর্ষার বিশেষ আয়োজনের অংশ হিসেবে রঙ বাংলাদেশ, কে ক্র্যাফট, বিশ্বরঙ, জেন্টল পার্ক এবং বাংলার মেলায় চলছে বিশেষ মূল্য ছাড়।
রঙ বাংলাদেশ-এর ‘বর্ষার ঝাঁপি’।
সীমান্ত স্কয়ার আউটলেটে ৭০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় । বর্ষা ঘনঘোর, পাগলা হাওয়ার বাদল দিনে বর্ষার রেশ এখন চারপাশে। এই সময়ে দেশের অন্যতম দেশীয় পোশাক ঘর রঙ বাংলাদেশ নিয়ে এসেছে ‘বর্ষার ঝাঁপি’ ও মূল্য হ্রাসের বিশেষ আয়োজ। চলবে শুধু ধানমণ্ডির সীমান্ত স্কয়ারের বিক্রয়কেন্দ্রে ১৫ জুলাই পর্যন্ত। রঙ বাংলাদেশ-এর বর্ণাঢ্য সম্ভার থেকে বেছে নিতে পারেন পছন্দের সামগ্রী। ব
মূল্যহ্রাসের সকল তথ্য পাওয়া যাবে ফেইসবুক পেইজ facebook.com/rangbangladesh এবং ওয়েবসাইট www.rang-bd.com এ।
কে ক্র্যাফ্টের বিশেষ মূল্য ছাড়
কে ক্র্যাফ্ট দিচ্ছে সকল পোশাকের উপর ২০ শতাংশ মূল্য ছাড়। কে ক্র্যাফ্টের প্রতিটি শাখায় (দেশীদশ শাখা ব্যতীত) এই সুযোগ থাকবে ২০ জুলাই পর্যন্ত। পছন্দের পোশাকটি পেতে অনলাইন স্টোর kaykraft.com এ অর্ডার করা যাবে ।
এছাড়া তাদের রয়েছে বর্ষার বিশেষ আয়োজন আয়োজন। পোশাকে থাকছে বর্ষার নানান ফুল ও রূপের ছোঁয়া। গাছ থেকে গুল্ম, গুল্ম থেকে লতা। বর্ষার নানান ফুল নানান বিন্যাসে ফুটিয়ে তোলা হয়েছে বর্ষার পোশাকে। এই আয়োজনে রয়েছে শাড়ি, সালোয়ার কামিজ, কুর্তি, টপস, পাঞ্জাবি, শার্ট ও শিশুদের পোশাক। ফুল ও প্রকৃতিকে পোশাকে ফুটিয়ে তোলা হয়েছে স্ক্রিন প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট, ব্লক, মেশিন এমব্রয়ডারি ও হাতের কাজের মাধ্যমে।
বিশ্বরঙ এর শুভেচ্ছা মূল্য ছাড়
ঈদুল আজহার আনন্দ কে বাড়িয়ে দিতেই বিশ্বরঙ ১৫ জুলাই থেকে স্টক থাকা পর্যন্ত ক্রেতা সাধারণের জন্য সকল পণে দিচ্ছে শতকরা ৩০ ভাগ মূল্যছাড় (ফ্রাঞ্চাইজ ছাড়া)। অনলাইনেও এই সুবিধা পাওয়া যাবে bishworang.com এবং bishworangfanclub থেকে।
বর্ষায় বাংলার মেলায় ছাড়
এই বর্ষায় সকল পণ্যে ২০ শতাংশ পর্যন্ত ছাড় ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির সকল পণ্যেই পাওয়া যাবে এই সুযোগ। তারুণ্যকে প্রাধান্য দিয়ে তৈরি হয়েছে বাংলার মেলার সব পোশাক। নানান নকশায় তৈরি এসব পোশাকে একই সঙ্গে ফুটে উঠেছে বাঙালি ঐতিহ্য। ছেলেদের পাঞ্জাবিতে জয়শ্রি সিল্ক, এন্ডি, কটন, খাদি তাঁতে নিজস্ব বুননে ডবি মাল্টি স্ট্রাইপ এসব পোশাক করা হয়েছে। লং, মিডিয়াম ও শর্ট লেন্থে পাওয়া যাবে নতুন এসব ট্রেন্ডি পাঞ্জাবি। এবার হাফশার্টেও রাখা হয়েছে বৈচিত্র্য। বাংলার মেলার অন্যতম আকর্ষণ সিল্ক, এন্ডি, হাফসিল্ক, এন্ডি কটন ব্লেন্ড ও টাঙ্গাইল শাড়ি। এতে থাকছে ব্লক ও হাতের কাজের কালেকশন। সালোয়ার-কামিজে থাকছে সবচেয়ে বেশি ডিজাইন ও রংয়ের বৈচিত্র্য। এন্ডি কটন, জয়শ্রি সিল্ক ও মিল খাদিতে উজ্জ্বল সব রংয়ের পাশাপাশি সফট টোনে সালোয়ার-কামিজে থাকছে কারচুপি, মেশিন এমব্রয়ডারি, হাতের কাজের সঙ্গে নানা ডিজাইনের মেটেরিয়ালের ব্যবহার।
জেন্টল পার্কে গ্রীষ্মকালীন মূল্য ছাড়
ফ্যাশনের আদি, আধুনিক, ক্ল্যাসিক ক্যানভাস অভিজাত ভাবে নজর দেওয়া হয়েছে গ্রীষ্মকালীন সংগ্রহে। উৎসব নির্ভর এবং সাধারণ এসব পোশাকে নতুনত্বের পাশাপাশি মিলবে ২০ থেকে ৭০ শতাংশ মূল্য ছাড়ের সুবিধা। রয়েছে শার্ট, প্যান্ট, পোলো, কুর্তা, পাঞ্জাবি, কুর্তি, কামিজ, স্কার্ট ও জুতা। তাদের ফেসবুক পেইজে মূল্যছাড়ের খোঁজখবর ছাড়াও পাওয়া যাবে শোরুমে ঠিকানা এবং পণ্যের বিস্তারিত তথ্য। এছাড়া কেনাকাটা করার সুযোগ থাকবে অনলাইন স্টোর gentlepark.com থেকে।
বিডি প্রেস রিলিস / ১৮ জুলাই ২০১৯ /এমএম
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫