Follow us

জিবুতিতে আরএফএলের কাঠের দরজা ও ফ্রেম

 

নিজস্ব প্রতিবেদক :: পূর্ব আফ্রিকার দেশ জিবুতিতে কাঠের দরজা ও ফ্রেম রপ্তানি শুরু করেছে আরএফএল। সম্প্রতি নরসিংদীর ডাঙ্গায় অবস্থিত আরএফএলের অঙ্গ প্রতিষ্ঠান ‘বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়ালস লিমিটেডের’ কারখানা থেকে প্রটেক্টর ব্র্যান্ডের কাঠের দরজা ও ফ্রেমের প্রথম চালান জিবুতির উদ্দেশ্যে পাঠানো হয়েছে।

বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়ালস লিমিটেডের এর নির্বাহী পরিচালক কাজী রাশেদুল ইসলাম বলেন, ‘আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উন্নতমানের টেকসই পণ্য উৎপাদন ও ক্রেতাদের সর্বোচ্চ সেবা দেওয়ার কারণে দেশের বাজারে গ্রাহকদের কাছে বিশাল একটি জায়গা তৈরি করতে সক্ষম হয়েছে প্রটেক্টর ব্র্যান্ডের কাঠের দরজা ও ফ্রেম। এখন আমাদের লক্ষ্য বিশ্বের বিভিন্ন দেশেও কাঠের দরজা পৌঁছে দেয়া।’

প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, ‘মানসম্মত পণ্য উৎপাদন করতে পারলে বৈশ্বিক বাজারে বাংলাদেশের উৎপাদিত পণ্য খুব ভাল করবে। আমাদের বর্তমান লক্ষ্য হল দেশের বাজারে ভোক্তাদের জন্য যেসব পণ্য উৎপাদন ও বাজারজাত করা হয়, সেসব পণ্যের সবটাই পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে রপ্তানি করা। আমরা সে লক্ষ্যে এগিয়ে যাচ্ছি এবং জিবুতিতে কাঠের দরজা রপ্তানির মাধ্যমে এ লক্ষ্য পূরণে এক ধাপ এগিয়ে গেলাম।’

বিডি প্রেসরিলিস / ০২ আগস্ট ২০২২ /এমএম  


LATEST POSTS
ওয়ালটনের অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ নতুন মডেলের স্মার্ট ফ্রিজ উন্মোচন

Posted on মে ১০th, ২০২৫

স্বদেশ বৈশাখী আবাসন মেলা শেষ হচ্ছে আজ

Posted on মে ১০th, ২০২৫

ওয়ালটনের নতুন স্মার্টওয়াচ ‘টিক এএমএক্স১৩

Posted on এপ্রিল ৩০th, ২০২৫

রাজশাহীতে ১২ হাজার কর্মসংস্থান সৃষ্টি করবে প্রাণ-আরএফএল

Posted on এপ্রিল ৩০th, ২০২৫

‘সিটি ব্যাংকের নিট মুনাফা ১ হাজার ১৪ কোটি টাকা’

Posted on এপ্রিল ৩০th, ২০২৫

স্বাস্থ্য সচেতন কনজুমারদের জন্য ক্লেমন নিয়ে এলো নতুন ভ্যারিয়েন্ট ক্লেমন জিরো

Posted on এপ্রিল ৩০th, ২০২৫

ক্রিকেক্সের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর তানজিয়া জামান মিথিলা

Posted on এপ্রিল ৩০th, ২০২৫

শুরু হলো সিটি আইটি ঈদ ফেস্ট ২০২৫

Posted on মার্চ ১৯th, ২০২৫

আইটেল পাওয়ার ৭০ : দীর্ঘস্থায়ী ব্যাটারির শক্তি ও সাশ্রয়ী দামে সেরা পারফরম্যান্স

Posted on মার্চ ১৮th, ২০২৫

‘পার্সিয়ান টেল’ থিমে সারা’র আকর্ষণীয় ঈদ আয়োজন

Posted on মার্চ ৬th, ২০২৫