Follow us

দ্রুতগতির নতুন ৫জি প্রসেসর আনল মিডিয়াটেক

 

নিজস্ব প্রতিবেদক :: জনপ্রিয় চিপসেট নির্মাতা মিডিয়াটেক দ্রুগগতির নতুন ৫জি প্রসেসর আনল। মডেল ডায়মেনসিটি ১০০০সি। বিগত কয়েক সপ্তাহে এই কোম্পানিটি বেশ কয়েকটি নতুন ৫জি প্রসেসর নিয়ে এসেছে। আসলে ৪জি প্রসেসরে ফ্ল্যাগশিপ রেঞ্জে সেভাবে দাগ কাটতে পারেনি মিডিয়াটেক।

তবে বাজার পরিবর্তন হতেই মিডিয়াটেক, ডায়মেনসিটি সিরিজের ৫জি প্রসেসর নিয়ে আসতে শুরু করে। যা ইতিমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে। আর সেকারণেই কোম্পানিটি একের পর এক নতুন প্রসেসর লঞ্চ করছে।

আমেরিকায় মিডিয়াটেক তাদের নতুন এই ডায়মেনসিটি ১০০০সি প্রসেসরটি সম্প্রতি লঞ্চ করেছে। জানা গেছে এলজি ভেলভেট ৫জি ফ্ল্যাগশিপ ফোনে এই প্রসেসর প্রথম ব্যবহার করা হবে। এর আগে এই ফোন ডায়মেনসিটি ৮০০ প্রসেসরের সাথে আসবে বলে জানা গিয়েছিল। এলজি গতবছর ৪জি কানেক্টিভিটির সাথে লঞ্চ হয়েছিল। এবার এর ৫জি ভার্সন লঞ্চ করা হবে।

এদিকে মিডিয়াটেকের তরফে বলা হয়েছে ডায়মেনসিটি ১০০০সি প্রসেসরে প্রিমিয়াম ইউজার এক্সপেরিয়েন্সের জন্য অ্যাডভান্স এআই ক্যাপাবিলিটিজ, এনহ্যান্সড ডিসপ্লে ফিচার, ফাস্ট কানেক্টিভিটি এবং ইমপ্রুভড মাল্টিমিডিয়া ক্যাপাবিলিটিজ সরবরাহ করবে। এতে ৭ এনএম প্রসেস নোড ব্যবহার করা হয়েছে।

ফিচারের কথা বললে এতে ফোর আর্ম-কর্টেক্স-এ ৭৭ সিপিইউ কোর এবং ফোর পাওয়ার এফিসিয়েন্ট আর্ম কর্টেক্স-এ ৫৫ কোর দেওয়া হয়েছে, যেটি ২ গিগাহার্টজ পর্যন্ত ক্লক স্পিড দেবে।মিডিয়াটেকের এই প্রসেসরে নেটফ্লিক্সের জন্য এভি১ এইচডিআর এবং ইউটিউবের জন্য এভি১ ভিডিও সাপোর্ট করবে। এছাড়াও এই প্রসেসরে ডুয়েল ডিসপ্লে এবং ডুয়াল ভয়েস ওয়েক আপ সাপোর্ট করবে।

বিডি প্রেসরিলিস / ০৬ সেপ্টেম্বর /এমএম


LATEST POSTS
শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫

উন্মোচিত হলো টফি’র নতুন প্ল্যাটফর্ম

Posted on মে ১৫th, ২০২৫

পাঠাওয়ের ‘চলো দেশি ভাইব-এ’ ক্যাম্পেইন

Posted on মে ১৫th, ২০২৫