নিজস্ব প্রতিবেদক :: শক্তিশালী কনফিগারেশনে নতুন একটি ট্যাব এনেছে স্যামসাং। মডেল গ্যালাক্সি ট্যাব এ৭। করোনা আবহে এক অনলাইন ইভেন্ট ট্যাবটি উন্মুক্ত করা হয়েছে। স্যামসাংয়ের নতুন গ্যালাক্সি ট্যাব রয়েছে স্ন্যাপড্রাগন ৬৬২ প্রসেসর, ১০.৪ ইঞ্চির বড় ডিসপ্লে, যার স্ক্রিন টু বডি রেশিও ৮০ শতাংশ।
কোম্পানির তরফে এখনও স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ৭ এর দাম জানানো হয়নি। সেন্ট্রাল পয়েন্টের একটি রিপোর্ট থেকে জানা গিয়েছিল এই ট্যাবটি ওয়াইফাই এবং এলটিই কানেক্টিভিটি থাকবে।
নতুন এই ট্যাবে১০.৪ ইঞ্চির টিএফটি ডিসপ্লে দেওয়া হয়েছে। যার রেজুলেশন ২০০০ x ১২০০ পিক্সেল এবং স্ক্রিন টু বডি রেশিও ৮০ শতাংশ। এর চারপাশে বেজেল এবং প্রিমিয়াম মেটাল ফিনিশ আছে। এছাড়াও এতে অক্টা কোর সিপিইউ, ৩ জিবি র্যাম ও ৩২ জিবি/ ৬৪ জিবি স্টোরেজ পাবেন। কোম্পানি এতে লং লাস্টিং ব্যাটারি সংযোজন করা হয়েছে।
আবার এর পিছনে আছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং সামনে আছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। ট্যাবলেটটিতে ৭,০৪০ এমএএইচ ব্যাটারি আছে। চার্জিংয়ের জন্য এখানে পাবেন ইউএসবি টাইপ সি পোর্ট। এছাড়াও আছে ৩.৫ অডিও জ্যাক, ব্লুটুথ ৫.০।
এদিকে গুগল প্লে কনসোল থেকে জানা গিয়েছিল, এই ট্যাবলেট অ্যান্ড্রয়েড ১০ বেসড ওয়ান ইউআই স্কিনে চলবে। এতে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬২ প্রসেসর। এরসাথে এড্রেনো ৬১০ জিপিইউ দেওয়া হবে।
বিডি প্রেসরিলিস / ০৩ সেপ্টেম্বর /এমএম
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫