Follow us

দেশে তৈরি গ্যালাক্সি ‘নোট ১০ লাইট’ বাজারে আসছে

 

নিজস্ব প্রতিবেদক :: দেশের কারখানায় তৈরি স্যামসাংয়ের গ্যালাক্সি ‘নোট ১০ লাইট’ স্মার্টফোন বাজারে আসছে সোমবার (১০ ফেব্রুয়ারি)। এর দাম ধরা হয়েছে ৫৫ হাজার ৯৯৯ টাকা। মোবাইলের বক্সের গায়ে লেখা থাকবে ‘মেড ইন ভিয়েতনাম, অ্যাসেম্বলড ইন বাংলাদেশ’। বাংলাদেশে স্যামসাং ব্র্যান্ডের মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান ফেয়ার ইলেক্ট্রনিকস লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ মেসবাহ উদ্দিন বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান।

মোহাম্মদ মেসবাহ উদ্দিন বলেন, আমরা প্রথম স্লটে ‘নোট ১০ লাইট’ ৭০০-৮০০ সেট তৈরি করেছি। ওগুলো শেষ হলে নতুন করে তৈরির কথা ভাবা যাবে। তিনি জানান, এর আগে ফেয়ার ইলেক্ট্রনিকস লিমিটেড গত বছর গ্যালাক্সি নোট ১০ প্লাস তৈরি করে। যার দাম রাখা হয় এক লাখ ১৩ হাজার টাকা। আমরা দেড় হাজার সেট বাজারে ছেড়েছি। এগুলো ফ্ল্যাগশিপ মডেল। চাহিদার ওপর ভিত্তি করে বাজারে ছাড়া হয়। বছরে বিক্রিই হয় ৫-৬ হাজার সেট। ফলে বাজার থেকে শেষ না হওয়া পর্যন্ত নতুন করে এটা তৈরির কোনও সুযোগ নেই। বাজারে ছাড়া ফ্ল্যাগশিপ মডেলের কোনও সেটের জন্য এখনও অভিযোগ আসেনি বলে তিনি জানান।

জানা গেছে, আমদানি করা ‘নোট ১০ প্লাস’ সেটটির দাম ছিল ১ লাখ ৪৪ হাজার টাকা। সেই হিসেবে দেশে সংযোজিত ফোনটির দাম কম পড়ছে ৩১ হাজার টাকা।ফেয়ার ইলেকট্রনিকসের সূত্রে জানা গেছে, আগামীতে নতুন কোনও মডেলের সেট তৈরি হবে সেটা এখনও স্যামসাং প্রতিষ্ঠানটিকে জানায়নি। তবে প্রতি বছরের প্রথম কোয়ার্টারে (প্রান্তিকে) স্যামসাং ‘এস’ সিরিজের ফোন বাজারে ছাড়ে। সেই হিসেবে ফেয়ার ইলেকট্রনিকস কর্তৃপক্ষ আশা করছে ফেব্রুয়ারি মাসের শেষ বা মার্চের শুরুতে নতুন ফোন তৈরির নির্দেশনা আসতে পারে।

জানা গেছে, দেশে তৈরি গ্যালাক্সি ‘নোট ১০ লাইটে’ থাকছে ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রম যা এক টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। থাকছে ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যাতে থাকছে সুপার ফাস্ট চার্জিং প্রযুক্তি। পার্শ্ববর্তী দেশ ভারতে ফোনটির দাম ৪০ হাজার রূপি।

বিডি প্রেসরিলিস /১১ ফেব্রুয়ারি ২০২০ /এমএম


LATEST POSTS
শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫

উন্মোচিত হলো টফি’র নতুন প্ল্যাটফর্ম

Posted on মে ১৫th, ২০২৫

পাঠাওয়ের ‘চলো দেশি ভাইব-এ’ ক্যাম্পেইন

Posted on মে ১৫th, ২০২৫