Follow us

ওয়ালটনের দুই মডেলের মনিটর সাশ্রয়ী মূল্যে

নিজস্ব প্রতিবেদক :: দেশের ডিজিটাল ডিভাইস বাজারে সাশ্রয়ী মূল্যে স্লিম ডিজাইনের মনিটর দিচ্ছে ওয়ালটন। ফুল এইচডি এলইডি ব্যাকলাইট ডিসপ্লেসমৃদ্ধ ওয়ালটনের ২১.৪৫ ইঞ্চির সিনেডি ডব্লিউডি২১৫ভি০৪ (WD215V04) মডেলের মনিটর আগের চেয়ে সাশ্রয়ী মূল্যে ৯ হাজার ৫৫০ টাকায় পাওয়া যাচ্ছে। আগে এই মডেলটির দাম ছিল ১২ হাজার ৮৫০ টাকা।আর ২১.৪৫ ইঞ্চির সিনেডি ডব্লিউডি২১৫ভি০৫ (WD215V05) মডেলের মনিটরটি কেনা যাচ্ছে ৯ হাজার ৯৫০ টাকায়। এই মডেলে দাম কমেছে ৩ হাজার ৬০০ টাকা।

ওয়ালটন সূত্রে জানা গেছে, নজরকাড়া ডিজাইন ও স্মুথ ফিনিশিং সমৃদ্ধ সিনেডি ডব্লিউডি২১৫ভি০৪ মডেলের মনিটরে ব্যবহারকারী ঝকঝকে ছবি দেখার অভিজ্ঞতা পাবেন। এই মনিটরটি ফুল এইচডি রেজুলেশন, ৭৫ হার্জ রিফ্রেশ রেট এবং ১২এমএস রেসপন্স টাইম ফিচার সমৃদ্ধ। বিল্টইন সাউন্ড সিস্টেম ছাড়াও এতে আরো রয়েছে একটি করে ভিজিএ, এইচডিএমআই ও ডিসি ইন পোর্ট। বহুমুখী কানেক্টেভিটি এই মনিটরটিকে গুরুত্বপূর্ণ কাজ ও গেম খেলা উভয়ের জন্য বেশ উপযোগি করেছে।

এদিকে ২১.৪৫ ইঞ্চির ডব্লিউডি২১৫ভি০৫ মডেলের মনিটরটির তিন দিকে রয়েছে ফ্রেমলেস ডিজাইন যা সহজেই প্রযুক্তিপ্রেমীদের নজর কাড়বে। সেই সাথে ব্যবহারকারী প্রিমিয়াম ফিল পাবেন। এর ডিসপ্লের রেজুলেশন ১৯২০ বাই ১০৮০ পিক্সেল আর এসপেক্ট রেশিও ১৬:৯। মনিটরটিতে রয়েছে ১৭৮ ডিগ্রি ওয়াইড ভিউয়িং এঙ্গেল। ফলে ক্রিটিক্যাল এঙ্গেল থেকেও ব্যবহারকারী হাই-কোয়ালিটি পিকচার পাবেন। একুরেট কালার রিপ্রোডাকশনের সুবিধার্থে এতে ৩০০০:১ কনট্রাস্ট রেশিও রাখা হয়েছে। যার কালার গামুট ৭২% এনটিএসসি। ৭৫ হার্জ রিফ্রেশ রেটের কারণে জনপ্রিয় সব গেম খেলায় মিলবে আনন্দময় অভিজ্ঞতা।

এই মনিটরে রয়েছে দুটি এইচডিএমআই, একটি ডিসপ্লে ও ডিসি ইন পোর্ট। এতে রয়েছে দুই ওয়াটের দুইটি বিল্ট ইন স্পিকার। ফলে আলাদা অডিও ডিভাইসের সংযোগ ছাড়াই ব্যবহারকারী প্রয়োজনীয় অডিও সুবিধা উপভোগ করতে পারবেন। পাশাপাশি এতে রয়েছে অডিও ইন পোর্ট।ওয়ালটন মনিটরে স্পেয়ার পার্টসসহ ৩ বছরের সার্ভিস ওয়ারেন্টি সুবিধার পাশাপাশি প্যানেল ও অ্যাডাপ্টার অথবা পাওয়ার সাপ্লাই বোর্ডে ১ বছরের ওয়ারেন্টি সুবিধা পাচ্ছেন ক্রেতারা।

বিডি প্রেসরিলিস / ০২ মে ২০২৩ /এমএম  


LATEST POSTS
শুরু হলো সিটি আইটি ঈদ ফেস্ট ২০২৫

Posted on মার্চ ১৯th, ২০২৫

আইটেল পাওয়ার ৭০ : দীর্ঘস্থায়ী ব্যাটারির শক্তি ও সাশ্রয়ী দামে সেরা পারফরম্যান্স

Posted on মার্চ ১৮th, ২০২৫

‘পার্সিয়ান টেল’ থিমে সারা’র আকর্ষণীয় ঈদ আয়োজন

Posted on মার্চ ৬th, ২০২৫

স্মার্ট যাত্রার টেকসই সমাধান-টেইলজি ই-মোটরসাইকেল

Posted on মার্চ ৬th, ২০২৫

চীনের হাইতিয়ান গ্রুপের সঙ্গে আরএফএল-এর চুক্তি

Posted on মার্চ ৩rd, ২০২৫

ভ্যাসলিনের নতুন পণ্য ‘ভ্যাসলিন গ্লুটা হায়া’ সিরাম ইন লোশন

Posted on মার্চ ৩rd, ২০২৫

ওয়ালটন নিয়ে এলো ডিজিটাল সাইনেজ ডিসপ্লে

Posted on মার্চ ৩rd, ২০২৫

ল্যাক্সফো’র নতুন রিচার্জেবল ফ্যান উন্মোচন

Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫

ঢাকা ট্রাভেল মার্টে ফার্স্টট্রিপের B2C প্ল্যাটফর্ম উদ্বোধন

Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫

মুক্তি পেল ‘মুক্তি: জেন জেড রেভ্যুলেশন’ সিরিজের প্রথম পর্ব

Posted on জানুয়ারি ৮th, ২০২৫