Follow us

শিশু প্রসাধনী নিয়ে বেবি কেয়ার এন্ড কমফোর্ট

নিজস্ব প্রতিবেদক ::  শিশু প্রসাধনী এবং পণ্য যারা প্রতিনিয়ত খোঁজ করেন। কিনতে চান অরিজিনাল প্রোডাক্ট; তাদের জন্য আস্থার নাম বেবি কেয়ার এন্ড কমফোর্ট। প্রতিষ্ঠানটি ক্রেতাদের জন্য নিয়ে এসেছে বেবি মিল্ক, ডায়াপার, বেবি ফুড এন্ড ট্রয়লেট্রিজ, ফিডিং আইটেমসহ চকলেট, টয় এবং বেবি ড্রেস-সুজ। এছাড়া সন্তানসম্ভাবা মা এবং নারীদের জন্য জুতা, ব্যাগ থেকে শুরু করে নানা ধরনের খাবার আইটেমও বিক্রি করছে প্রতিষ্ঠানটি।

পাইকারী দামে খুচরা পণ্য কেনা যায় বেবি কেয়ার এন্ড কমফোর্ট থেকে। প্রতিষ্ঠানটির দুটি আউটলেট রয়েছে একটি মোহাম্মদপুর (মোহাম্মদপুর ব্রাঞ্চ, শপ নং-১৪ এবং ১৫ ফার্স্ট ফ্লোর, বায়তুস সালাহ জামে মসজিদ কমপ্লেক্স মাকের্ট, পুরনো নাম ছাপড়া মসজিদ, রিং রোড, মোহাম্মদপুর, ঢাকা) অন্যটি ধানমন্ডিতে (ধানমন্ডি ব্রাঞ্চ, সীমান্ত স্কয়ার, শপ নং ৩০৭, লেভেল-৩, ধানমন্ডি, ঢাকা)। এই দুই ব্রাঞ্চে গিয়ে নানা ধরনের অফার, ডিসকাউন্টে পণ্য কেনাকাটা করতে পারবেন। চাইলে ঘরে বসেও অর্ডার করতে পারবেন। ঢাকা এবং ঢাকার বাইরে থেকেও কেনাকাটা করা যায় নিশ্চিন্তে। বেবি কেয়ার এন্ড কমফোর্ট ফেসবুক পেজ: www.fb.com/BabyCareComfort

বেবি কেয়ার এন্ড কমফোর্ট রয়েছে বেবি মিল্কের মধ্যে নান, নিডো, এপ্টামিল, কাউ এন্ড গেট, ইনফামিল, সিমিলাক, ল্যাকটোজেন। ডায়াপারের মধ্যে প্যাম্পার্স, হাগিস, কিডজ, মলফিক্স, ম্যামিপকো, নিওকেয়ার, টুইঙ্কেল, সুপারমম, এভোনি । এছাড়া টয়লেট্রিজের মধ্যে এভিনো, বুটস, জনসন এন্ড জনসন, মাদার কেয়ার, লিটল অ্যাঞ্জেলস, সেটাফিল, সেবামেড, কোডোমো। ফিডিং আইটেমের মধ্যে এভেন্ট, টমি টিপ্পি, ড. ব্রাউন্স, পার, ফারলিন, মেডেলা, রোকা রয়েছে।

বেবি কেয়ার এন্ড কমফোর্টের ফাউন্ডার এবং ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ বায়জীদ আল-আমিন বলেন, বেবি কেয়ার এন্ড কমফোর্ট আস্থার নাম। ভেজালে ভিড়ে অরিজিনাল পণ্য সাশ্রয়ী দামে কিনতে আমাদের প্রতিষ্ঠানটি অতুলনীয়। রাজধানীতে আপাতত আমাদের দুইটি আউটলেট রয়েছে। সামনে আরো বেশ কিছু আউটলেট বাড়ানো হবে আশা রাখছি। আমাদের ক্রেতাদের সুবিধায় আমরা অনলাইনেও পণ্য বিক্রি করছি। ঢাকা এবং ঢাকা বাইরে থেকেও কেনা যায় যে কোনো পণ্য। ক্রেতারা ফেসবুকেও অর্ডার করতে পারে। সেক্ষেত্রে ডেলিভারি নিয়েও কোনো সমস্যা নেই।

তিনি আরো বলেন, বেবি কেয়ার এন্ড কমফোর্ট থেকে শিশু পণ্য এবং প্রসাধনী নিশ্চিন্তে কিনুন। নামী-দামী ব্র্যান্ড কিংবা লোকাল ব্র্যান্ডের সব প্রয়োজনী পণ্যই আমাদের শপে আছে। অনেক প্রতিষ্ঠান দামে এবং নিম্নমানের জিনিস দিয়ে ক্রেতা ঠকায় সেদিন থেকে ক্রেতারা আমাদের উপর আস্থা রেখেছে। আর আস্থা আছেই বলেই আমরা ক্রেতাদের জন্য আমাদের আউটলেট আরো বাড়ানোর চেষ্টা করছি।
www.fb.com

বিডি প্রেসরিলিস / ০৩ ডিসেম্বর ২০২২ /এমএম  


LATEST POSTS
ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫

উন্মোচিত হলো টফি’র নতুন প্ল্যাটফর্ম

Posted on মে ১৫th, ২০২৫

পাঠাওয়ের ‘চলো দেশি ভাইব-এ’ ক্যাম্পেইন

Posted on মে ১৫th, ২০২৫

সাত বছরে ‘সারা’ লাইফস্টাইল

Posted on মে ১৫th, ২০২৫

ওয়ালটনের অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ নতুন মডেলের স্মার্ট ফ্রিজ উন্মোচন

Posted on মে ১০th, ২০২৫