নিজস্ব প্রতিবেদক :: বর্তমানে ল্যাপটপ নিত্য প্রয়োজনীয় একটি ডিভাইস। অফিস আদালত থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ দান পর্যন্ত প্রায় সব ক্ষেত্রেই আজকাল ল্যাপটপের বহুল ব্যবহার পরিলক্ষিত হয়। আমরা যারা নিয়মিত ল্যাপটপ ব্যবহারকারী রয়েছি তারা নিশ্চয়ই জানেন যে ল্যাপটপে মাঝে মধ্যেই নানান ধরনের সমস্যা দেখতে পাওয়া যায়। এই ধরনের সমস্যাগুলো খুবই বেসিক সমস্যা যা প্রতিটি ল্যাপটপেই দেখা যায়। তবে এই সমস্যাগুলো ব্যবহারকারীকে খুবই বিরক্তিকর অনুভুতির শিকার করে। তাই একজন ভালো ব্যবহারকারী হিসেবে আমাদের উচিত এই সকল বেসিক সমস্যাগুলো ও তার সমাধান জেনে রাখা যাতে যে কোন সময় আমরা খুব সহজেই পদক্ষেপ নিতে পারি এবং আমাদের ল্যাপটপটি খুব সাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারি। ল্যাপটপের বর্তমান দাম ও বিস্তারিত তথ্য জানতে অনলাইন ওয়েবসাইট বিডিস্টল.কম থেকে জেনে নিতে পারবেন-
ল্যাপটপ চালু না হওয়াঃ হঠাৎ করে আপনার ল্যাপটপটি ওপেন বা চালু হচ্ছে না । এটা ল্যাপটপের ক্ষেত্রে খুব স্বাভাবিক একটা সমস্যা। এর জন্য প্রথমেই আপনাকে দেখতে হবে আপনার ল্যাপটপের ব্যাটারি সংযোগটি ঠিক আছে কিনা যদি না থাকে তাহলে সেটা ঠিক করতে হবে বা ব্যাটারিটি খুলে আবার লাগাতে পারেন তারপরও না হলে দেখতে হবে ব্যাটারিতে পর্যাপ্ত চার্জ রয়েছে কিনা যদি না থাকে তাহলে সেটা চার্জ দিতে হবে। তারপরও না আসলে দেখতে হবে ডিসপ্লেতে কোন আলো আসছে কিনা যদি আসে তাহলে বুজতে হবে আপনার অপারেটিং সিস্টেমে কোন সমস্যা হয়েছে এক্ষেত্রে অনেক সময় হার্ডডিস্কের সমস্যাও হতে পারে। আর যদি পাওয়া ল্যাপটপে পাওয়ার আসে কিন্তু ডিসপ্লেতে কিছু আসতেছে না তাহলে বুজতে হবে র্যামের সমস্যা। যদি ল্যাপটপে কোন পাওয়ারই না আসে তাহলে বুজে নিতে হবে ব্যাটারিতে সমস্যা তখন ব্যাটারি পরিবর্তন করে দেখতে পারেন এক্ষেত্রে অনেক সময় আপনার ব্যাটারির এডাপ্টারটিও চেক দেওয়া ভালো কারণ অনেক সময়ই দেখা যায় এডাপ্টারটিতে কোন সমস্যা হলে ল্যাপটপে চার্জ হয় না তখন সেটি আর অন হয় না।
ল্যাপটপ কাজ না করাঃ ল্যাপটপটি মাঝে মাঝেই হ্যাং করছে এমন সমস্যা অনেক সময়ই দেখতে পাওয়া যায়। এক্ষেত্রে আপনাকে দেখতে হবে আপনার ল্যাপটপের সিড্রাইভের অবস্থা কি? সেখানে যদি অতিরিক্ত প্রোগ্রাম হয়ে যায় তখন ল্যাপটপ হ্যাং করবে তাই সিড্রাইভ থেকে অতিরিক্ত ও অপ্রয়োজনীয় প্রোগ্রাম গুলো ডিলিট করে দিতে হবে। এছাড়াও ল্যাপটপের কনফিগারেশনের তুলনায় যদি বেশি ভারী সফটওয়্যার চালান তখনও ল্যাপটপটি হ্যাং করতে পারে। এরজন্য আপনাকে আপনার সিস্টেম প্রোপাটির্জ চেক করে দেখতে হবে ল্যাপটপের র্যাম, প্রসেসর ইত্যাদি কোন কোন সফটওয়্যারের জন্য পারফেক্ট আর কোন গুলোর জন্য পারফেক্ট না । ল্যাপটপের কনফিগারেশনের চেয়ে বেশি ভারী সফটওয়্যার ব্যবহার করা উচিত নয়।
ল্যাপটপে চার্জ না হওয়াঃ অনেক সময়ই আমরা এমন সমস্যায় পরে থাকি যে ল্যাপটপে চার্জ হচ্ছে না। এমতাবস্থায় সবার প্রথমে চেক করতে হবে ল্যাপটপের চাজিং এডাপ্টরটি ঠিক আছে কিনা সেটা ঠিক থাকলে দেখতে হবে ব্যাটারিটি ঠিক আছে কিনা বা ব্যাটারির সংযোগ ঠিক আছে কিনা সেটাও ঠিক থাকলে দেখতে হবে ল্যাপটপের চাজিং পোর্ট ঠিক আছে কিনা সেটাও যদি ঠিক থাকে তাহলে ল্যাপটপের ভিতরে ইলেক্ট্রনিক সার্কিটে কোন সমস্যা হয়েছে এক্ষেত্রে আপনি যদি এ বিষয়ে এক্সপার্ট না হয়ে থাকেন তাহলে কোন বিশ্বস্ত্ সার্ভিস সেন্টারের হেল্প নিতে পারেন।
ডিসপ্লে আসছে নাঃ ল্যাপটপে ডিসপ্লে না আসা খুবই কমন একটি সমস্যা। ল্যাপটপের ডিসপ্লে না আসার প্রধান একটি কারণ হলো র্যামের সমস্যা। তাই ডিসপ্লেতে কোন সমস্যা দেখলেই সবার প্রথমেই র্যামটি খুলে পরিষ্কার করে আবার লাগিয়ে দেখতে পারেন। তারপরও সমস্যা থাকলে দেখতে হবে ডিসপ্লেতে পাওয়ার আসছে কিনা যদি আসে তাহলে আপারেটিং সিস্টেমে সমস্যা আর যদি কোন পাওয়ার না আসে তাহলে হয়ত ডিসপ্লেটি নষ্ট হয়ে গিয়েছে তখন অবশ্যই একটি সার্ভিস সেন্টারে দেখাতে হবে।
ল্যাপটপে ভাইরাসের সমস্যাঃ এরজন্য আগে থেকেই একটি প্রেইড ভালোমানের এন্ট্রিভাইরাস ব্যবহার করা সবচেয়ে ভালো উপায় তবে আমরা অনেক সময় সেটা করতে গাফলতি করে থাকি। তারপরও যদি কোন সময় আপনার ল্যাপটপে ভাইরাস ঢুকেই যায় তাহলে সাথে সাথেই একটি প্রেইড এন্টিভাইরাস কিনে এনে পুরো কম্পিউটারটি স্ক্যান করে ভাইরাসটি রিমুভ করতে হবে।
অতিরিক্ত গরম হচ্ছেঃ ল্যাপটপ অতিরিক্ত গরম হওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে তার মধ্যে প্রধান একটি হচ্ছে ল্যাপটপে ঠিকমত বাতাস চলাচল না করতে পারা । এর জন্য ল্যাপটপের বাতাস চলাচল যাতে ঠিক থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়াও চার্জরত অবস্থায় ল্যাপটপ ব্যবহার করলে বেশি গরম হবে। সবসময় চেষ্টা করবেন ল্যাটপটিকে স্বাভাবিক ও ঠান্ডা পরিবেশ ব্যবহার করার। তুলনামূলক গরম বা আশে পাশে তাপ উৎপন্নকারী যন্ত্র রয়েছে এমন স্থানে ব্যবহার না করাই উত্তম । তারপরও অনেক গরম হলে এক্সটারনাল কুলিং সিস্টেম ব্যবহার করতে পারেন।
বিডি প্রেসরিলিস /১২ এপ্রিল ২০২১/এমএম
Posted on এপ্রিল ৩০th, ২০২৫
Posted on এপ্রিল ৩০th, ২০২৫
Posted on এপ্রিল ৩০th, ২০২৫
Posted on এপ্রিল ৩০th, ২০২৫
Posted on এপ্রিল ৩০th, ২০২৫
Posted on মার্চ ১৯th, ২০২৫
Posted on মার্চ ১৮th, ২০২৫
Posted on মার্চ ৬th, ২০২৫
Posted on মার্চ ৬th, ২০২৫
Posted on মার্চ ৩rd, ২০২৫