Follow us

নতুন তিন ট্যাব আনছে স্যামসাং

নিজস্ব প্রতিবেদক ::  খুব শিগগিরই বাজারে নতুন তিন ট্যাব আনছে স্যামসাং। প্রযুক্তি বাজারে এমন গুঞ্জন শোনা যাচ্ছে। মনে করা হচ্ছে গ্যালাক্সি ট্যাব এস৮ আল্ট্রা, এস ৮ প্লাস এবং ট্যাব এস ৮। আসন্ন ট্যাবগুলোর কোডনামও প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে নতুন ট্যাবগুলোর কোডনাম রাখা হয়েছে যথাক্রমে Basquiat 3, Basquiat 2, and Basquiat 1।

মজার বিষয় হচ্ছে স্যামসাংয়ের নতুন ট্যাব বাজারে আসার আগেই ট্যাব তিনটির বেশকিছু তথ্য ঘুরে বেড়াচ্ছে অনলাইন মাধ্যমে। এই ফাঁস হয়ে যাওয়া তথ্য থেকে জানা যাচ্ছে, সংস্থার আসন্ন তিনটি ট্যাবে থাকতে পারে ১২০ হার্জ রিফ্রেস রেটের পরিষেবা। এছাড়াও গ্যালাক্সি ট্যাব এস৮ আল্ট্রা, এস ৮ প্লাস ট্যাবে

থাকতে পারে ওলিড ডিসপ্লে। অন্যদিকে ট্যাব এস ৮ মডেলে এলটিপিএস টিএফটি ডিসপ্লে দেয়া হতে পারে। যদিও এই সমস্ত বৈশিষ্ট্যের বিষয়ে স্যামসাংয়ের পক্ষে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।
ধারণা করা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস ৮ আল্ট্রা মডেলে থাকবে ১৪.৬ ইঞ্চির ওলিড ডিসপ্লে। যার রিফ্রেশ রেট ১২০ হার্জ।

৮ জিবি/১২৮ জিবি, ১২ জিবি/৫১২ জিবি এই দুইটি স্টোরেজের বিকল্পে গ্রাহকরা পাবে ট্যাবটি। পাশাপাশি ক্যামেরার জন্য দেওয়া হবে একটি ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। যার মধ্যে যুক্ত থাকবে একটি ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার এবং একটি ৫ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর।

সেলফি এবং ভালো ভিডিও কলের জন্য রাখা হবে একটি ৮ মেগাপিক্সেলের সেন্সর এবং ৫ মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। ব্যাকআপের জন্য থাকবে ১২০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি পরিষেবা। যা ৪৫ ওয়াটের দ্রুত চার্জিং সমর্থন করে।

বিডি প্রেসরিলিস / ৩১ মে ২০২১ /এমএম  


LATEST POSTS
ওয়ালটনের অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ নতুন মডেলের স্মার্ট ফ্রিজ উন্মোচন

Posted on মে ১০th, ২০২৫

স্বদেশ বৈশাখী আবাসন মেলা শেষ হচ্ছে আজ

Posted on মে ১০th, ২০২৫

ওয়ালটনের নতুন স্মার্টওয়াচ ‘টিক এএমএক্স১৩

Posted on এপ্রিল ৩০th, ২০২৫

রাজশাহীতে ১২ হাজার কর্মসংস্থান সৃষ্টি করবে প্রাণ-আরএফএল

Posted on এপ্রিল ৩০th, ২০২৫

‘সিটি ব্যাংকের নিট মুনাফা ১ হাজার ১৪ কোটি টাকা’

Posted on এপ্রিল ৩০th, ২০২৫

স্বাস্থ্য সচেতন কনজুমারদের জন্য ক্লেমন নিয়ে এলো নতুন ভ্যারিয়েন্ট ক্লেমন জিরো

Posted on এপ্রিল ৩০th, ২০২৫

ক্রিকেক্সের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর তানজিয়া জামান মিথিলা

Posted on এপ্রিল ৩০th, ২০২৫

শুরু হলো সিটি আইটি ঈদ ফেস্ট ২০২৫

Posted on মার্চ ১৯th, ২০২৫

আইটেল পাওয়ার ৭০ : দীর্ঘস্থায়ী ব্যাটারির শক্তি ও সাশ্রয়ী দামে সেরা পারফরম্যান্স

Posted on মার্চ ১৮th, ২০২৫

‘পার্সিয়ান টেল’ থিমে সারা’র আকর্ষণীয় ঈদ আয়োজন

Posted on মার্চ ৬th, ২০২৫