Follow us

নতুন কর্মী নিয়োগ দেবে ওরাকল

নিজস্ব প্রতিবেদক :: বিশ্বজুড়ে প্রায় ২০০০ নতুন কর্মী নিয়োগের পরিকল্পনা করছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকল কর্পোরেশন। ওরাকল ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারের ভাইস প্রেসিডেন্ট ডন জনসন ৮ অক্টোবর তাদের এ পরিকল্পনার কথা জানান। এই নতুন কর্মীরা ওরাকলের ক্রমবর্ধমান ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার ব্যবসায় কাজ করবে। ওরাকল সফটওয়্যার ডেভেলপমেন্ট, ক্লাউড অপারেশনস, বিজনেস অপারেশনস বিভাগে এসব কর্মীদের নিয়োগ দেবে যেন তারা ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার ব্যবসায় সহযোগিতা করতে পারে এবং নতুন নতুন পণ্য উদ্ভাবনসহ বিশ্বের নানা প্রান্তে এই ব্যবসা ছড়িয়ে দিতে পারে।

ডন জনসন বলেন, “ক্লাউড ব্যবসা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে যেখানে বর্তমানে ২০ শতাংশের কম কোম্পানি এই সিস্টেমে প্রবেশ করেছে এবং এন্টারপ্রাইজগুলো শুধুমাত্র বড় বড় জটিল কাজগুলো সামলাতে এই ক্লাউড ব্যবস্থা গ্রহণ করেছে। আমাদের এই আগ্রাসী কর্মী নিয়োগ ও প্রবৃদ্ধির ছক এমনভাবে আঁকা হয়েছে যেন তা গ্রাহকের প্রয়োজন মিটিয়ে আস্থা ও নির্ভরতা অর্জন করতে পারে এবং গ্রাহকদের উচ্চ ক্ষমতাসম্পন্ন ও নিরাপদ ক্লাউড ব্যবস্থা সরবরাহ করতে পারে যেন তারা এই ক্লাউড ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখে।”

ওরাকল ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার ব্যবসায় গত কয়েক বছরে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে। ওরাকল ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার ব্যবসায় সাম্প্রতিক সময়ের কিছু নতুন পণ্য হল অটোমেটেড ক্লাউড সিকিউরিটি সার্ভিসেস, অটোনোম্যাস লিনাক্স এবং ক্লাউড ডাটা সার্ভিস। তবে শুধুমাত্র ওরাকলের দ্বিতীয় প্রজন্মের ক্লাউড ওরাকলের শীর্ষস্থানীয় সফটওয়্যার ও অ্যাপ্লিকেশনগুলো চালাতে পারে।

তাছাড়া বিশ্বে ওরাকলই একমাত্র ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি যারা এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন সরবরাহ করে। এটি গ্রাহকদের অর্থ বাঁচাতে এবং প্রতিযোগিতাপূর্ণ বাজারে এগিয়ে রাখতে সহায়তা করে।

গত বছরে ওরাকল দ্বিতীয় প্রজন্মের ক্লাউডের নতুন ১২ টি অঞ্চল উন্মুক্ত করেছে এবং বর্তমানে বিশ্বজুড়ে ১৬ টি অঞ্চল পরিচালনা করছে যা যে কোন ক্লাউড সার্ভিস সরবরাহকের জন্য দ্রুততম সম্প্রসারণ। ওরাকল তাদের এই দ্বিতীয় প্রজন্মের ক্লাউড অঞ্চল সৃষ্টির ধারা অব্যাহত রাখতে চায় এবং ওরাকলের পরিকল্পনা অনুযায়ী তারা ২০২০ সাল নাগাদ বিশ্বজুড়ে আরো নতুন ২০ টি অঞ্চল উন্মুক্ত করে ৩৬ টি অঞ্চল সৃষ্টির লক্ষ্য পূরণ করতে চায়।

বর্তমানে ওরাকলই একমাত্র প্রতিষ্ঠান যারা একটি স্বয়ংসম্পন্ন সংহত ক্লাউড সিস্টেম সরবরাহ করে যা উৎপাদনের প্রতিটি পরতে বুদ্ধিমত্তার ছোঁয়া রয়েছে। ওরাকলের এই দ্রুত কর্মী নিয়োগের সিধান্ত সম্প্রসারিত ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার সিস্টেমকে সহয়তা দিবে।

বিডি প্রেসরিলিস / ১০ অক্টোবর ২০১৯ /এমএম


LATEST POSTS
ঢাকায় অনারের আরোও নতুন দুটি আউটলেট

Posted on এপ্রিল ৬th, ২০২৪

স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রূপালী ব্যাংকের শ্রদ্ধা

Posted on মার্চ ২৬th, ২০২৪

মিনিস্টার গ্রুপ-ফরাজী হাসপাতালের মাঝে সমঝোতা

Posted on মার্চ ২৬th, ২০২৪

লাইজলের বিশেষ ক্যাম্পেইন

Posted on মার্চ ২৬th, ২০২৪

আইডিপি এডুকেশনের সঙ্গে গ্রামীণফোনের চুক্তি

Posted on মার্চ ২৫th, ২০২৪

চলতি মাসে ভারতে ৫০ লাখ টাকার ফ্যান রপ্তানি করেছে ওয়ালটন

Posted on মার্চ ২৪th, ২০২৪

১৯ এপ্রিল থেকে চেন্নাই রুটে ইউএস-বাংলার ফ্লাইট বৃদ্ধি

Posted on মার্চ ২৪th, ২০২৪

ঈদ উপলক্ষে বায়োজিনে স্কিনকেয়ারে চলছে ৭৫% পর্যন্ত ছাড়

Posted on মার্চ ২৪th, ২০২৪

উৎসবের আলিঙ্গনে ‘সারা’র ঈদ পোশাকের আয়োজন

Posted on মার্চ ২৪th, ২০২৪

নওগাঁয় দুটি হারল্যান স্টোর উদ্বোধন করলেন অপু-ইমন

Posted on মার্চ ৮th, ২০২৪