নিজস্ব প্রতিবেদক :: ছুটির দিনে জমে উঠেছে দেশের অন্যতম বৃহত্তম কম্পিউটার মার্কেট রাজধানীর এলিফ্যান্ট রোডের কম্পিউটার সিটি সেন্টার (মাল্টিপ্ল্যান) এ ডিজিটাল আইসিটি মেলা ২০১৯। চলছে ক্রয়ের উপর ছাড় ও উপহার।
শুক্রবার ১১ অক্টোবর মেলার দ্বিতীয় দিনে সকাল থেকেই ক্রেতাদের পদচারণার মুখর হয়ে উঠেছে মেলা। মেলা উপলক্ষে মার্কেটের ৭৪৬টি প্রতিষ্ঠান কিছু না কিছু ছাড় ও উপহার দিচ্ছে।গতকাল ১০ অক্টোবর জাঁকজমকভাবে এ মেলা উদ্বোধন করেন ডাক ও টেলিযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। গতকাল থেকেই মেলা ঘিরে দর্শনার্থীদের আগ্রহ দেখা যায়।
সরকারি ছুটিতে মেলায় যেন বাড়তি উত্তেজনা তৈরি করেছে। ক্রেতা-দর্শনার্থীদের ভিড়ে খুশি মেলায় প্রযুক্তি পণ্যে বিক্রেতারা।অন্যদিকে ক্রেতা-দর্শনার্থীদের ভিড়ে ব্যস্ত সময় পার করছেন মেলায় অংশ নেওয়া দোকানীরা এবং প্রচারকর্মীরা। ক্রেতাদের জন্য তাদের পক্ষ থেকে রয়েছে নানা ধরণের অফার এবং উপহার।
৫ দিনব্যাপী এই মেলায় অংশগ্রহণ করছে দেশের মার্কেটের ৭৪৬টি প্রতিষ্ঠান টি আইটি প্রতিষ্ঠান। এ মেলায় বিশ্বের স্বনামধন্য বিভিন্ন আইসিটি ব্র্যান্ড এই মেলায় পৃষ্ঠপোষকতা করছে। প্লাটিনাম স্পন্সর হিসেবে রয়েছে- এসার, ডেল, এইচপি, ক্যাসপারস্কাই। গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে- আসুস, লেনোভো, এডাটা। সিলভার স্পন্সর হিসেবে রয়েছে- ডাহুয়া ও টিপি-লিংক। স্পন্সর হিসেবে রয়েছে- ইসেট, টেনডা, ট্রানসেন্ড, ওয়েব লিংক। গেমিং পার্টনার হিসেবে রয়েছে- গিগাবাইট।
আজ অনুষ্ঠিত হয় শিশুদের কবিতা উৎসব। আগামীকাল ১২ তারিখ রয়েছে শিশু চিত্রাংকন প্রতিযোগীতা। এছাড়াও মেলা চলাকালীন প্রবেশ টিকেটের উপর র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। মেলায় স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাংবাদিকদের প্রবেশাধিকার উন্মুক্ত করা হয়েছে।
বিডি প্রেসরিলিস / ১১ অক্টোবর ২০১৯ /এমএম
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫