নিজস্ব প্রতিবেদক :: ঢাকার সিটির পর দেশের বিভিন্ন জায়গায় যাওয়ার সেবা চালু করেছে বাংলাদেশের অ্যাপভিত্তিক গাড়ি সেবা প্রতিষ্ঠান চলো। একইসঙ্গে সারাদিনের জন্য সব খরচসহ মাত্র ২ হাজার ৪৯০ টাকায় ইকো গাড়ি সেবা চালু করেছে প্রতিষ্ঠানটি।
মূলত মানুষের যাতায়াতকে আরো সহজ এবং আরামদায়ক করতেই এমন উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন চলো টেকনলোজিস প্রধান নির্বাহী দেওয়ান শুভ। তিনি বলেন, এই সেবার ফলে এখন থেকে যে কেউ চাইলেই চলোর শীততাপ নিয়ন্ত্রিত গাড়ি ব্যবহার করে পছন্দের জায়গায় আরাম করে ঘুরে আসতে পারবে। ঢাকা থেকে দেশের যেকোনো জায়গায় যেতে সারাদিনের জন্য সব খরচসহ মাত্র ২ হাজার ৪৯০ টাকা। ইকো গাড়ি দিচ্ছে চলো। এসব গাড়ি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত।
তরুণ কর্মজীবীরা এই সেবার প্রতি বেশি ঝুঁকছেন উল্লেখ করে শুভ বললেন, বর্তমানে ইকো, প্রিমিয়াম এবং মাইক্রোবাস এই তিন ধরনের গাড়ি সেবা দিচ্ছে চলো। চলোতে মাত্র ৩০ মিনিটের মধ্যে গাড়ি পাওয়া যায়। এ জন্য চলো অ্যাপটি স্মার্টফোনে ডাউনলোড করে নিতে হবে। তারপর নির্দেশনা অনুযায়ী অনলাইনে বুকিং দিলেই তৈরি থাকবে গাড়ি। পাশাপাশি দিনের ২৪ ঘণ্টা সরাসরি ফোন (০৯৬৬৬৭৭৭৮০০) করেও নিশ্চিত করা যাবে চলো সেবা। আর কোনো ধরনের তথ্য জানার থাকলে চলোর ফেসবুক পেজে মেসেজ কিংবা কমেন্ট করলে বিস্তারিত জানা যাবে।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, চলোর প্রতিটি গাড়ি তাদের নিদির্ষ্টি নীতিমালার আওতাধীন এবং চালকরা সবাই চলো কর্তৃক যাচাইকৃত (ভেরিফায়েড)। ফলে গাড়ি ব্যবহারের কোনো ঝুঁকি নেই।
(বিডি প্রেস রিলিস/০৭অক্টোবর/এসএম)
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫