নিজস্ব প্রতিবেদক :: ভারতের বেশ কয়েকটি স্কুল ও বিশ্ববিদ্যালয় নিয়ে চট্টগ্রামের পেনিনসুলা হোটেলে শুরু হয়েছে ‘স্টাডি ইন ইন্ডিয়া’ মেলা। দুই দিনব্যাপী এই মেলা শেষ হবে মঙ্গলবার।
আজ সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠান উদ্বোধন করেন সহকারী ভারতীয় হাই কমিশন চট্টগ্রামের সহকারী হাই কমিশনার আনিন্দা ব্যানার্জি। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, স্টাডি ইন ইন্ডিয়া মেলায় ভারতের ৩০টির বেশি বিশ্ববিদ্যালয়, কলেজ এবং বোর্ডিং স্কুলগুলো বিভিন্ন বিষয় প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশের শিক্ষার্থীরা ও তাদের অভিভাবকরা সহজেই ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি বিষয়ে এবং তথ্য সংগ্রহ করতে পারবে। এছাড়া শিক্ষার্থী এবং অভিভাবকরা এই মেলা থেকে তাদের চাহিদা, সুযোগ সুবিধা, কোর্স ফি, ইনস্টলমেন্ট সুবিধাসহ সকল তথ্য সংগ্রহ করতে পারবেন।
মেলায় অংশগ্রহণকারী স্কুলগুলোর মধ্যে অন্যতম হলো ইন্টারন্যাশনাল ব্যাকাল্যুরেট (আইবি), ক্যামব্রীজ (আইজিসিএসি), আইএসসিএইচ এবং সিবিএসই। মেলায় অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিষয়ে ধারনা, বিশ্বব্যাপী শিক্ষার অন্বেষণ, আরামদায়ক এবং নিরাপদ পরিবেশে সাশ্রয়ী মূল্যের খরচ জানতে একটি চমৎকার সুযোগ। অংশগ্রহনকারী বোডিং স্কুলগুলোর চমৎকার অবকাঠামো সুবিধা, শিক্ষণ অনুষদ, বহিরঙ্গন কার্যক্রম, ক্রীড়া এবং এএমপি সুবিধা প্রদান করবে। এছাড়া স্ট্যার্ন্ডড থ্রি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত একচেটিয়ে কোহেড প্রদান করবে।
অংশগ্রহণকারী স্কুলগুলো হলো- কাসিগা স্কুল (দেহরাদুন), বিড়লা ইন্টারন্যাশনাল স্কুল (রাজস্থান), এমআইটি পুনের বিশ্বশান্তি গুরুকুল (পুনে), ইকোলে গেøাবাল ইন্টারন্যাশনাল গার্লস স্কুল (দেহরাদুন), দিল্লি পাবলিক স্কুল (দুর্গাপুর), আদিত্য একাডেমী মাধ্যমিক স্কুল (কলকাতা), রেডব্রিজ ইন্টারন্যাশনাল একাডেমী (বাঙ্গালুর), সঞ্জয় ঘোড়াওয়াত ইন্টারন্যাশনাল স্কুল (কোলহাপুর) ইত্যাদি।
প্রদর্শনীতে চেয়ারম্যান সঞ্জীব বলিয়া বলেন, ‘কর্মজীবনের বিষয়ে একটি সুনিশ্চিত সিদ্ধান্ত নিতে হবে এবং একটি পেশাগত কোর্স চালিয়ে যেতে হবে। কেবলমাত্র যদি আপনি মনে করেন যে এটিতে আপনি হতাশ না হন ও আগ্রহ দেখান এবং তারপরেও আপনার চাকরির সম্ভাবনা থাকতে পারে।’
এর আগে গত ১৯-২০ জুলাই ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র মেলাটি প্রদর্শীত হয় এবং ২৫ জুলাই খুলনার হোটেল সিটি ইন-এ এই মেলা অনুষ্ঠিত হবে।
বিডি প্রেস রিলিস / ২৩ জুলাই ২০১৯ /এমএম
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫