নিজস্ব প্রতিবেদক :: দেরিতে হলেও ক্লিপেবল ক্যামেরার আসরে যোগ দিয়েছে ক্যানন। প্রযুক্তিবিষয়ক সাইট এনগেজেট জানিয়েছে, নিজেদের আইভি রেক নামের একটি ক্লিপেবল ক্যামেরা নিয়ে আসার জন্য ক্রাউডফান্ডিং ক্যাম্পেইন পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।
উল্লেখ্য, ক্লিপেবল ক্যামেরা সাধারণত ভ্রমণ বা বিভিন্ন আউটডোর অ্যাডভেঞ্চার ভিডিও ধারণের কাজে ব্যবহার করা হয়ে থাকে।এনগেজেট জানিয়েছে, ক্যাননের নতুন এই ক্যামেরাটি ১৩ মেগাপিক্সেলের হবে এবং ১০৮০পি-তে ৬০ ফ্রেম পার সেকেন্ড হিসেবে ভিডিও ধারণ করবে। পানি ও ঝাঁকুনি নিরোধক ডিজাইনে ক্লিপেবল ক্যামেরাটি তৈরি করেছে ক্যানন।
মোবাইল অ্যাপের মাধ্যমে এটিকে নিয়ন্ত্রণ করা যাবে বলে জানিয়েছে এনগেজেট। কোনওরকম বাড়তি ঝামেলা ছাড়াই যাতে ভিডিও ধারণ করা সম্ভব হয় সেভাবেই তৈরি করা হয়েছে ক্যামেরাটি।তবে ঠিক কত হবে ক্যাননের ‘আইভি রেক’ ক্যামেরাটির দাম তা এখনও জানা যায়নি।
বিডি প্রেস রিলিস / ০৭ জুলাই ২০১৯ /এমএম
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১০th, ২০২৫