ক্যানন ‘আর’ সিরিজের দুটি নতুন মডেলের ক্যামেরা বাজারে ছেড়েছে। এর একটি ‘ইওএস আর-৫’ যা ইতোপূর্বে পরীক্ষামূলক হিসেবে বাজারে ছাড়া হয়েছিল। আরেকটি মডেল হলো ইওএস আর-৬।
জিএসএম অ্যারেনা জানায়, ইওএস আর -৫ মডেলে রয়েছে ৪৫ মেগাপিক্সেল ফুল ফিল্ম সেন্সর এবং এইট-কে’র ভিডিও রেকর্ডিং ব্যবস্থা। এইট-কে’র ভিডিও রেকর্ডিং ব্যবস্থাটি ক্যানন কিছুদিন ধরে পরীক্ষা-নিরীক্ষা করেছে। আর ৪৫ মেগাপিক্সেলের সিমওএস সেন্সরটি পরিচালিত হবে ডিআইজিআইসি-এক্স ইমেজ প্রসেসরের মাধ্যমে। আবার এইট-কেতে ভিডিও করতে না চাইলে ফোর-কেতে ১২০ এফপিএস-এ ভিডিও করা যাবে এই ক্যামেরা দিয়ে।
ইওএস আর-৫ মডেলে রয়েছে ৩ দশমিক ২ ইঞ্চি এবং ২ দশমিক ১ মিলিয়ন ডট প্যানেলের নতুন টাচ ডিসপ্লে এবং ভিউফাইন্ডার। এর ইলেক্ট্রনিক ভিউ ফাইন্ডারে রয়েছে ০ দশমিক ৫ ইঞ্চি ওএলইডি ৫ দশমিক ৭৬ মিলিয়ন ডট এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট। মডেলটির ব্যাটারির আকৃতি আগের মতো হলেও ক্ষমতা ১৫ শতাংশ বেশি।
ইওএস আর-৬ মডেলটি সংখ্যার দিক দিয়ে ওপরে হলেও ইওএস আর -৫ মডেলের তুলনায় সাশ্রয়ী। ডিজাইন ও ফিচার একই রকম। এতেও রয়েছে দুইটি মেমরি স্লট।ইওএস আর-৫ মডেলটির শুধু ক্যামেরার দাম তিন হাজার ৮৯৯ ডলার। আর ইওএস আর -৬ মডেলটির ক্যামেরার দাম দুই ২ হাজার ৪৯৯ ডলার।
বিডি প্রেসরিলিস / ১৩ জুলাই ২০২০ /এমএম
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫