নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশের দর্শকদের টেলিভিশন দেখার অভিজ্ঞতায় ভিন্ন মাত্রা আনতে দেশের বাজারে কোয়ান্টাম প্রসেসর এইটকে এলইডি টেলিভিশন নিয়ে এলো দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং।কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন এই টেলিভিশনই বর্তমান বিশ্বে সবচেয়ে আধুনিক প্রযুক্তির টেলিভিশন।
শনিবার বিকেলে রাজধানীর ওয়েস্টিন হোটেলে এক জমকালো অনুষ্ঠানে এই টেলিভিশন বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।এই টেলিভিশনের ৭৫ ও ৮২ ইঞ্চির দুটি মডেল রয়েছে। ৭৫ ইঞ্চির মূল্য ১৫ লাখ ৯০ হাজার টাকা এবং ৮২ ইঞ্চির মূল্য ধরা হয়েছে ১৬ লাখ ৯০ হাজার টাকা।
অনুষ্ঠানে জানানো হয়, টিভির কৃত্রিমবুদ্ধিমত্তাসম্পন্ন মস্তিষ্কই হচ্ছে কোয়ান্টাম প্রসেসর এইটকে। এটি সামগ্রিকভাবে এআই অভিজ্ঞতা দিয়ে থাকে। অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন এই টিভি লো-রেজ্যুলেশন কন্টেন্টকে এইটকে রেজ্যুলশনে নিয়ে যেতে পারবে।
উন্মোচন অনুষ্ঠানে স্যামসাং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক স্যাংওয়ান ইউন, হেড অব বিজনেস (সিই) শাহরিয়ার বিন লুৎফর এবং হেড অব মার্কেটিং (সিই) খন্দকার আশিক ইকবালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে জানানো হয়, টিভির প্রতি ফ্রেমে ৩ কোটি ৩০ লাখ পিক্সেল রয়েছে। এর ফলে এই টিভি ফোরকে রেজ্যুলেশনের চেয়ে চারগুণ স্বচ্ছ ও পরিষ্কার ছবি দেখাতে সক্ষম।
টিভিটি প্রায় থ্রি-ডাইমেনশনাল ডেপথ-এর অভিজ্ঞতা দিতে সক্ষম। এর ফলে দৃশ্যবস্তু কাছাকাছি চলে আসবে এবং ব্যাকগ্রাউন্ড নির্দিষ্ট দূরত্বে চলে যাবে। থ্রিডি গ্লাস ছাড়াই দর্শকরা ছবি উপভোগ করতে পারবেন।এই টিভিতে রয়েছে ইউনিক লাইটিং কন্ট্রোল প্রযুক্তি, যার মাধ্যমে টিভি দেখার ক্ষেত্রে সব অ্যাঙ্গেল বা কোণ থেকে একইভাবে উপভোগ করা যাবে।এই টিভির মাধ্যমে বাংলাদেশের দর্শকদের টেলিভিশন দেখার নতুন অভিজ্ঞতা হবে বলে মন্তব্য করেন স্যামসাংয়ের কর্মকর্তারা।
তারা বলেন, সর্বাধুনিক এই টিভিতে রয়েছে বিক্সবি ২.০ এআই ভয়েস কমান্ড। এর মাধ্যমে ব্যবহারকারীরা টিভিকে প্রয়োজনীয় কমান্ড দিতে পারবেন। স্যামসাং কিউএলইডি টিভিতে বিভিন্ন কেবলগুলো টিভির সঙ্গে থাকা বিশেষ একটি বক্সে এসে যুক্ত হবে এবং সেই বক্স থেকে অদৃশ্যমান একটি তার টিভির সাথে সংযুক্ত হবে। এতে করে অতিরিক্ত কেবলের সমস্যা দূর হবে।অনুষ্ঠানে স্যামসাং বাংলাদেশের এমডি স্যাংওয়ান ইউন বলেন, “১৯৬৯ সালে জন্ম নেওয়া স্যামসাংয়ের এখন ৫০ বছর পূর্ণ হল। এ উপলক্ষে পৃথিবীতে সবার আগে কিইউ এইটকে টেলিভিশন বাজারে আনলাম আমরা।”
তিনি বলেন, “দর্শকদের টিভি দেখার নতুন অভিজ্ঞতা দেবে স্যামসাং কিউএলইডি এইটকে টিভি। তথ্য প্রযুক্তির এ যুগে দর্শকরা তাদের বিনোদনের খোরাক মেটাতে অন্যান্য মাধ্যমের চেয়ে টিভিকেই বেশি প্রাধান্য দেয়। এইটকে রেজ্যুলেশনের টিভিটি দর্শকদের লিভিং রুম ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স-এর ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে।
বিডি প্রেসরিলিস / ২৯ সেপ্টেম্বর ২০১৯ /এমএম
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫