Follow us

ওয়ানপ্লাস নর্ডকে টেক্কা দেবে এলজির নতুন ৫জি ফোন

 

নিজস্ব প্রতিবেদক :: আলোচিত ফোন ওয়ানপ্লাস নর্ডকে টেক্কা দিতে সাশ্রয়ী দামের ৫জি ফোন আনলো এলজি। মডেল এলজি কিউ৯২ ৫জি। এটি মিড রেঞ্জে বাজারে এসেছে। ফোনটি গ্লোবাল মার্কেটে ওয়ানপ্লাস নর্ডের বড় প্রতিদ্বন্দ্বী হতে পারে।

এলজি কিউ৯২ ৫জি’র বিশেষ বিশেষ ফিচারের কথা বললে এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৫জি প্রসেসর, ৪,০০০ এমএএইচ ব্যাটারি ও ৪৮ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা আছে।এলজি কিউ৯২ ৫জি ফোনটি আপাতত দক্ষিণ কোরিয়ায় লঞ্চ হয়েছে। এর ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম প্রায় ৩০ হাজার টাকার মতো। ফোনটি লাল, কালো ও সাদা রঙে পাওয়া যাবে।

এই ফোনে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের আসপেক্ট রেশিও ২০:৯ এবং ডিজাইন পাঞ্চ হোল। ফোনটির ওজন ১৯৩ গ্রাম এবং পরিমাপ হবে ১৬৬.৫৪ x ৭৭.৩ x ৮.৪৫ মিমি। এই ফোনে পাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৫জি প্রসেসর। ফোনটি ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের সাথে এসেছে। অপারেটিং সিস্টেম হিসাবে এখানে আছে অ্যান্ড্রয়েড ১০।

এখানে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হযেছে। এর প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল। এছাড়াও আছে ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর, ৫ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। এলজির এই ফোনের সামনে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। ফোনটির পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এতে ফাস্ট চার্জিং সহ ৪,০০০ এমএএইচ ব্যাটারি উপলব্ধ। চার্জিংয়ের জন্য এখানে ইউএসবি টাইপ সি পোর্ট আছে। এটি আইপি৬৮ রেটিং প্রাপ্ত।

বিডি প্রেসরিলিস / ২৫ আগস্ট ২০২০ /এমএম


LATEST POSTS
প্রিমিয়ার ব্যাংক ও নগদের মধ্যে রেমিট্যান্স বিতরণ বিষয়ক চুক্তি স্বাক্ষর

Posted on এপ্রিল ১৭th, ২০২৪

প্রিমিয়ার ব্যাংক ও নগদের মধ্যে রেমিট্যান্স বিতরণ বিষয়ক চুক্তি স্বাক্ষর

Posted on এপ্রিল ১৭th, ২০২৪

বিজ্ঞাপনী প্রতিষ্ঠানকে আইনি নোটিশ, চুক্তি বাতিল

Posted on এপ্রিল ১৭th, ২০২৪

অনারের মিডরেঞ্জ ফ্ল্যাগশিপ স্মার্টফোন এক্স৯বি

Posted on এপ্রিল ১৭th, ২০২৪

ঢাকায় অনারের আরোও নতুন দুটি আউটলেট

Posted on এপ্রিল ৬th, ২০২৪

স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রূপালী ব্যাংকের শ্রদ্ধা

Posted on মার্চ ২৬th, ২০২৪

মিনিস্টার গ্রুপ-ফরাজী হাসপাতালের মাঝে সমঝোতা

Posted on মার্চ ২৬th, ২০২৪

লাইজলের বিশেষ ক্যাম্পেইন

Posted on মার্চ ২৬th, ২০২৪

আইডিপি এডুকেশনের সঙ্গে গ্রামীণফোনের চুক্তি

Posted on মার্চ ২৫th, ২০২৪

চলতি মাসে ভারতে ৫০ লাখ টাকার ফ্যান রপ্তানি করেছে ওয়ালটন

Posted on মার্চ ২৪th, ২০২৪