নিজস্ব প্রতিবেদক :: সোশ্যাল মিডিয়ার এই যুগে একটা ভালো মানের ক্যামেরা সবাই চায়। ছবি তোলা, সেলফি ধারণ, ভিডিও ধারণ প্রায় সব কাজেই ক্যামেরার প্রয়োজন হয়। তাই একটি ভালো মানের ক্যামেরা নিয়ে গ্রাহকের বিশেষ করে তরুণদের ভাবনার শেষ নেই। শুধু ক্যামেরা নয় সার্বিক পারফরমেন্সের দিকে নজর থাকে সবার। সম্প্রতি বাজেটের মধ্যে এমন এক দারুণ ফোন এফ১৯ নিয়ে এসেছে অপো। ফোনটির বিস্তারিত জেনে আসা যাক।৪৮ মেগাপিক্সেল এআই ট্রিপল ক্যামেরা ও ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
ক্যামেরার জন্য বরাবরই অপোর আলাদা সুখ্যাতি রয়েছে। ওয়াইড রেঞ্জ ভিডিও ও ফটোগ্রাফির জন্য এফ১৯ ফোনে রয়েছে ৪৮ মেগাপিক্সেল এআই ট্রিপল ক্যামেরা ও ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ৪৮ মেগাপিক্সেল এআই ট্রিপল ক্যামেরার মধ্যে রয়েছে ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা, ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং এআই সিন এনহেন্সমেন্ট। এর ফলে যেকোন আলোতে ছবির মান হবে ঝঁকঝঁকে সুন্দর। কেউ যদি কম আলো বা রাতে ছবি তোলে তাহলে এআই বিউটিফিকেশন মোড উজ্জ্বল ছবি প্রদান করবে। টোন ও ত্বকের রং অনুযায়ী ছবি সামঞ্জস্য করে নিবে।
তাছাড়া সেলফি প্রিয় মানুষের জন্য ফোনটিতে রয়েছে ১৬ মেগাপিক্সেলের এআই ফ্রন্ট ক্যামেরা। ফ্রন্ট নাইট মোড থাকার ফলে রাতের বেলায়ও ভালো মানের সেলফি তোলা যাবে। এর সোলুপ এডিটিং অ্যাপে অটো হাইলাইট সেকশন ও অপো মিউজিক ম্যাচিং ফিচার রয়েছে।
এমোলেড এফএইচডি+পাঞ্চ হোল ডিসপ্লে
যেকোন ফোনের ডিসপ্লে এর সার্বিক চেহারা পাল্টে দেয়। ডিসপ্লে ভালো হলে ব্যবহারের অভিজ্ঞতাও ভালো হয়। এফ১৯ প্রো এর ফোনটিতে রয়েছে ফুল হাই ডেফিনেশন (এফএইচডি) পাঞ্চ হোল ডিসপ্লে। এতে আছে ২৪০০*১০৮০ আল্ট্রা-হাই রেজ্যুলেশন ডিসপ্লে যার পিক্সেল ঘনত্ব ৪০৯ পিপিআই পর্যন্ত। এর ৯০.৮ শতাংশ বডি টু স্ক্রিন রেশিও, ১৬.৩৪ সেন্টিমিটার স্ক্রিন এবং ১.৬ মিলিমিটারের বেজেল এর ৩.৬৮ মিলিমিটার পাঞ্চ হোল ক্যামেরার কারণে মনে হবে ফোনটির পুরোটাই স্ক্রিন।
এর অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে পাঞ্চ হোল লাইট রিং। ফোনে কল আসলে এটি এমনিতেই জ্বলে ওঠে। চোখে স্বস্তি আনতে এতে আরো রয়েছে আই কেয়ার ফিচার। দীর্ঘক্ষণ ব্যবহারের ফলে যাতে চোখে সমস্যা না হয় তাই এফ১৯ প্রো স্ক্রিন ব্রাইটনেস স্বয়ংক্রিয়ভাবে উঠানামা করবে। সহজে আনলক করার জন্য এতে রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ৩.০।
৫০০০ হাজার মিলিঅ্যাম্পিয়ার শক্তিশালী ব্যাটারি
দৈনন্দিন জীবনে ফোনে দ্রুত চার্জ ফুরিয়ে যাওয়ার মতো উটকো ঝামেলা থেকে সবাইকে মুক্তি দিতে শক্তিশালী ব্যাটারির দুর্দান্ত এফ১৯ ফোন নিয়ে এসেছে বিশ্বের শীর্ষস্থানীয় ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান অপো। ফোনটির ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৩০ ওয়াটের ফ্ল্যাশ চার্জ থাকায় গ্রাহককে চার্জ নিয়ে আর কোন দুশ্চিন্তা করতে হবে না। একবার পূর্ণ চার্জে সারাদিনের কাজ চলে যাবে। আবার ঘরে ফিরে অল্প সময়ের মধ্যে চার্জ করেও নেওয়া যাবে।
শুধু ব্যাটারি ও চার্জ নয়, ডিজাইনের দিক থেকেও এফ১৯ অনন্য। থ্রিডি কার্ভ ডিজাইনের আল্ট্রা স্লিম ফোনটির ওজন মাত্র ১৭৫ গ্রাম, ও পুরুত্ব ৭.৯৫ মিলিমিটার। স্লিম ডিজাইন ও সুপার কুল ডিসপ্লে এফ১৯ প্রো যেন একের ভেতরে সব।
মাত্র ৩০ মিনিটে ৫৪ ভাগ চার্জ!
এফ১৯ ফোনে রয়েছে ৩৩ ওয়াটের ফ্ল্যাশ চার্জ। ফলে মাত্র ৭২ মিনিটে ফুল চার্জ এবং ৩০ মিনিটে ৫৪ ভাগ চার্জ হয়ে যাবে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে মাত্র ৫ মিনিটের চার্জে ৫.৭৩ ঘণ্টা ফোনে কথা বলা যাবে অথবা ১.৩৭ ঘণ্টা ইন্সটাগ্রাম ব্যবহার করা যাবে অথবা ১.৮১ ঘণ্টা ইউটিউব দেখা যাবে যা অনেক হাই-এন্ড ফোনও দিতে পারে না।
হার্ডওয়্যার ও পারফরমেন্স
বেশিরভাগ স্মার্টফোন ব্যবহারকারী ফোনে দুটি বিষয়ের দিকে নজর রাখেন। তিনি যা যা চান তা ফোনে রাখতে রাখছে পারছেন কিনা এবং এসব জিনিস নিয়ে ফোনটির পারফরমেন্স কেমন। অপো এফ১৯ ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্নাপড্রাগন ৬৬২ চিপ এবং ৬জিবি র্যামএব! ১২৮ জিবি রম। র্যাম-রম দিবে স্টোর করার সুবিধা এবং স্নাপড্রাগন দিবে শক্তিশালী পারফরমেন্স। সুতরাং এই দুটি জিনিসের জন্য ব্যবহারকারীর ফোনের সার্বিক ব্যবহার নিয়ে কোন চিন্তা করতে হবে না। চিন্তা করতে হবে কোন ছবি, ব্যক্তিগত ফাইল, ভিডিও স্টোর করা নিয়ে।প্রিজম ব্লাক ও মিডনাইট ব্লু এই দুই ভ্যারিয়েন্টের এফ১৯ বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে যার দাম পড়বে ২১,৯৯০ টাকা।
বিডি প্রেসরিলিস / ২৭ মে ২০২১ /এমএম
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১০th, ২০২৫