নিজস্ব প্রতিবেদক :: রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী ১৮-২০ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে দেশের সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তি মেলা।
‘বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৭’ র্শীষক এই মেলা যৌথভাবে আয়োজন করছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনস্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)।
‘বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৭’ আয়োজন উপলক্ষে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ কম্পিউটার সমিতির সচিবালয়ে অনুষ্ঠিত এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে স্ব-স্ব পক্ষে সমঝোতা স্বাক্ষর করেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি আলী আশফাক। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক (অর্থ ও প্রশাসন) মো. আব্দুর রহিম, উপ-পরিচালক (সংগ্রহ) মো. মাহফুজুল কবির, হাই-টেক পার্কের শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার এর উপ-প্রকল্প পরিচালক মোহাম্মদ দিদারুল আলম, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. রেজওয়ান আলী ও জনসংযোগ কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া এবং বিসিএস এর সহ-সভাপতি ইউসুফ আলী শামীম, যুগ্ম-মহাসচিব নাজমুল আলম ভূইয়া জুয়েল ও প্রকল্প পরিচালক বীরেন্দ্রনাথ অধিকারী।
(বিডি প্রেস রিলিস/০৭অক্টোবর/এসএম)
Posted on অক্টোবর ১১th, ২০২৪
Posted on অক্টোবর ৫th, ২০২৪
Posted on অক্টোবর ৪th, ২০২৪
Posted on অক্টোবর ৪th, ২০২৪
Posted on অক্টোবর ৪th, ২০২৪
Posted on অক্টোবর ৩rd, ২০২৪
Posted on অক্টোবর ৩rd, ২০২৪
Posted on সেপ্টেম্বর ২৯th, ২০২৪
Posted on সেপ্টেম্বর ২৬th, ২০২৪
Posted on সেপ্টেম্বর ২৬th, ২০২৪