নিজস্ব প্রতিবেদক :: স্মার্টফোন ও ট্যাব মেলার শেষ দিনে অংশগ্রহণকারী কিছু প্রতিষ্ঠান বেশি অফার ও ছাড় দিচ্ছে।শনিবার সকাল থেকেই স্মার্টফোন ব্র্যান্ড ভিভো একটি কিনলে আরেকটি ফোন জিতে নেবার সুযোগ দিচ্ছে।
ভিভো জানায়, ক্রেতারা মেলার শেষ দিনে যেকোনো মডেলের হ্যান্ডসেট কিনলে একটি স্পিন করার সুযোগ পাচ্ছেন। সেই স্পিনে ভাগ্যবানরা একটি ভিভো ওয়াই১৫ মডেলের হ্যান্ডসেট জিতে নিতে পারছেন।এছাড়াও, ব্র্যান্ডটি আগের সব অফার ও ছাড় দেওয়া অব্যাহত রেখেছে।
সকাল থেকেই মেলা প্রাঙ্গণ দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে আছে। দুপুর গড়িয়ে বিকেল হতেই ভিড় আগের চেয়ে আরও বেড়েছে। তাই ক্রেতাদের বেশি অফার দিয়ে ডিভাইস কেনার সুযোগ দিতে বেশি ছাড় অফার দিচ্ছে মেলায় অংশ নেওয়া ব্র্যান্ডগুলো।
মেলায় শেষ দিনে একটি কিনলে আরেকটি ফ্রি অফার দিচ্ছে অ্যাক্সেসরিজ ব্র্যান্ড ডিটেল। প্রতিষ্ঠানটির একটি পাওয়ার ব্যাংক কিনলে আরেকটি পাওয়ার ব্যাংক ফ্রি দিচ্ছে।রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি)স্মার্টফোন ও ট্যাব মেলাটি শনিবার রাত আটটা পর্যন্ত চলবে।
মেলায় স্যামসাং নির্দিষ্ট মডেলের ফোনে ৫০ শতাংশ ছাড় দিচ্ছে। শিক্ষার্থীদের জন্য আলাদা ৫ শতাংশ ছাড় এবং মোবাইল ব্যাংকিং নগদে পেমেন্ট করলে ৫ থেকে ১০ শতাংশ ক্যাশব্যাক দিচ্ছে।হুয়াওয়ে তাদের ফোনগুলোতে ছাড় এবং উপহার দিচ্ছে। অপ্পো লাখপতি অফারে ফোন কিনলে ১০০ থেকে এক লাখ টাকা পর্যন্ত জেতার সুযোগ দিচ্ছে।
মেলায় অন্যান্য ব্র্যান্ড যেসব অফার দিচ্ছিল সেটা অব্যাহত আছে। এছাড়াও, কেউ কেউ নতুন করে শেষ দিনে বেশি অফার ঘোষণা করেছে।
বিডি প্রেস রিলিস / ০৬ জুলাই ২০১৯ /এমএম
Posted on মার্চ ১৫th, ২০২৩
Posted on মার্চ ১৫th, ২০২৩
Posted on মার্চ ১২th, ২০২৩
Posted on মার্চ ৯th, ২০২৩
Posted on মার্চ ৯th, ২০২৩
Posted on মার্চ ৯th, ২০২৩
Posted on ফেব্রুয়ারি ২৭th, ২০২৩
Posted on ফেব্রুয়ারি ২৭th, ২০২৩
Posted on ফেব্রুয়ারি ২৬th, ২০২৩
Posted on ফেব্রুয়ারি ২৪th, ২০২৩