Follow us

স্মার্টফোন চার্জে অনন্য ভিভো’র ‘ভিইজি’ প্রযুক্তি

 

নিজস্ব প্রতিবেদক :: স্মার্টফোনের চার্জ আছে তো? কতটুকু চলবে এই চার্জে? এ নিয়ে চিন্তা-দুশ্চিন্তা চলে দিনভর। স্মার্টফোন রাখার পাশাপাশি আলাদা করে পাওয়ার ব্যাংক রাখার ইচ্ছে অনেকেরই থাকে না। তাই স্মার্টফোনের চার্জটা বেশি সময় থাকলে চিন্তা কমে যায় অনেকখানি। গ্রাহকরাও স্মার্টফোন কেনার সময় সবচেয়ে বেশি খেয়াল করে এর ব্যাটারির দিকে ।

গত এক দশকে স্মার্টফোন চার্জিং সক্ষমতাকে বেশ এগিয়ে নিয়েছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো। আর এ তালিকায় শীর্ষে অবস্থান করছে বহুজাতিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো।একদিকে ফাস্ট চার্জিং প্রযুক্তি ও অন্যদিকে ভিভো এনার্জি গার্ডিয়ান প্রযুক্তিতে বাংলাদেশের বাজার বাজিমাত করেছে ভিভো’র ভি ও ওয়াই সিরিজের স্মার্টফোনগুলো।

ফাস্টচার্জ প্রযুক্তি: ফার্স্টচার্জ প্রযুক্তি যুক্ত করার মাধ্যমে স্মার্টফোন দ্রুত সম্পূর্ণ চার্জ করার ব্যবস্থা করেছে নির্মাতা প্রতিষ্ঠানগুলো। স্মার্টফোন চার্জারে ভোল্ট ও অ্যাম্পিয়ার বাড়ানোর মাধ্যমে এই দ্রুত চার্জিং সক্ষমতা নিশ্চিত করা হয়। ব্যাটারি স্থায়িত্ব রক্ষা করতেও সহায়তা করে ফাস্টচার্জ প্রযুক্তি।ভিভো এক্স৭০প্রো, ভি২৩ ৫জি, ভি২৩ই, ওয়াই২১, ওয়াই২১টি এবং নতুন স্মার্টফোন ওয়াই৩৩এস স্মার্টফোনে রয়েছে ফাস্ট চার্জিং প্রযুক্তি।

ভিভো এনার্জি গার্ডিয়ান বা ভিইজি: শুধু টানা চার্জ হলেই চলে না। চার্জের ব্যবস্থাপনা স্মার্টফোনের ব্যাটারির দীর্ঘস্থায়িত্বের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নয়তো, অতিরিক্ত চার্জ হয়ে বা, শতভাগ চার্জ হবার পরেও চার্জে থেকে স্মার্টফোনের ব্যাটারি ক্ষতিগ্রস্থ হয়। অথবা গরম হয়ে যায়। পরে স্মার্টফোনটিই বাতিল হয়ে যায়।

এ সমস্যার সমাধানে ভিভো এনেছে এর ফ্ল্যাগশিপ ফিচার ‘ভিভো এনার্জি গার্ডিয়ান বা ভিইজি’। স্মার্টফোনের চার্জ শতভাগ হয়ে গেলে ভিইজি, স্বয়ংক্রিয়ভাবে চার্জ নেওয়া বন্ধ করে দেয়। ফলে অতিরিক্ত চার্জ হওয়ার সুযোগই থাকে না। ভিভো ওয়াই২১ এবং ওয়াই৩৩এস স্মার্টফোনে রয়েছে ভিইজি প্রযুক্তি।

বিডি প্রেসরিলিস / ০৬ এপ্রিল ২০২২ /এমএম  


LATEST POSTS
ফরিদপুর-১ আসনে আওয়ামীলীগ প্রার্থী আব্দুর রহমানের আত্মীয় আলফাডাঙ্গার ওসি! সাজানো প্রশাসন নিয়ে নিরপেক্ষ নির্বাচন হবে?

Posted on ডিসেম্বর ৪th, ২০২৩

ফাঁকা মাঠে গোলের সুযোগ নেই, প্রার্থিতা ফিরবে আপিলে

Posted on ডিসেম্বর ৩rd, ২০২৩

ইউনিলিভার বাংলাদেশ পেল ‘ডিইআই চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড’

Posted on ডিসেম্বর ২nd, ২০২৩

দেশে ইয়ামাহার নতুন দুই বাইক

Posted on ডিসেম্বর ২nd, ২০২৩

ফরিদপুর-১ আসনে এগিয়ে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন

Posted on ডিসেম্বর ২nd, ২০২৩

ঢাকা-১৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন খসরু চৌধুরী

Posted on ডিসেম্বর ১st, ২০২৩

ফরিদপুর-১ আসনের উন্নয়ন নিয়ে আরিফুর রহমান দোলনের ইতিবাচক ভাবনা

Posted on নভেম্বর ৩০th, ২০২৩

প্রিমিয়ার ব্যাংকের গুলশান এভিনিউ শাখার শুভ উদ্বোধন

Posted on নভেম্বর ২৯th, ২০২৩

আলফাডাঙ্গা-বোয়ালমারীতে আরিফুর রহমান দোলনের পক্ষে গণজোয়ার, স্বতন্ত্র প্রার্থী হতে জোর দাবি

Posted on নভেম্বর ২৭th, ২০২৩

১২ জিবি র‍্যামের নতুন অসাম স্মার্টফোন আইটেল এ৭০

Posted on নভেম্বর ২৩rd, ২০২৩