Follow us

লেনোভো আইডিয়াপ্যাড স্লিম থ্রি-আই : সাশ্রয়ী এবং আকর্ষণীয়

 

মার্কেটে সবার প্রিয় লেনোভো ব্র্যান্ড এবার নিয়ে এসেছে তাদের আইডিয়াপ্যাড স্লিম থ্রি-আই। মাত্র ১.৭ কেজি এই ল্যাপটপটিতে পাচ্ছেন আকর্ষণীয় ফিচার, যা আপনার সব ধরনের প্রয়োজন কে পূরণ করবে। বাংলাদেশে লেনোভোর পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের সকল ব্র্যাঞ্চে কাঙ্ক্ষিত সিরিজের এই মডেলটি পাওয়া যাচ্ছে।ল্যাপটপটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ইন্টেলের ১০ম জেনারেশনের কোর আই থ্রি-১০০৫জি১। দুই কোর এবং ৪ থ্রেড বিশিষ্ট এই প্রসেসরের বেস ক্লক স্পিড ১.২ গিগাহার্জ, যা বুস্ট মোডে ৩.৪ গিগাহার্জ পর্যন্ত উঠে থাকে।

ডুয়েল চ্যানেল র‌্যাম সাপোর্টেড এই ল্যাপটপটি তে ৪ জিবি র‌্যাম রয়েছে সোল্ডারড অবস্থায় । সাথে অতিরিক্ত আরেকটি র‌্যাম স্লট এভেইলেভেল আছে ভবিষ্যতে র‌্যাম আপগ্রেড করার জন্য। ম্যাক্সিমাম ১২ জিবি র‌্যাম আপনি ব্যবহার করতে পারবেন। স্টোরেজ হিসাবে থাকছে ২৫৬ জিবির একটি এনভিএম-ই এসএসডি। গ্রাফিক্স হিসেবে ব্যবহৃত হয়েছে ইন্টেলের ইউএইচডি গ্রাফিক্স।

১৫.৬ ইঞ্চি ফুল-এইচডিটি-এন প্যানেলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ল্যাপটপে যার রেজ্যুলেশন ১৯২০ x ১০৮০।
ল্যাপটপটির সিকিউরিটি খুবই স্ট্রং। ল্যাপটপে থাকছে প্রাইভেসি শাটার ওয়েবক্যাম যার সুবিধা হচ্ছে, আপনি ওয়েবক্যাম ব্যবহার না করলেও শাটার প্রেস করে ওয়েবক্যামটিকে অফ করে ফেলতে পারবেন, যা আপনাকে যেকোনো ধরনের হ্যাকিং থেকে রক্ষা করবে এবং সাথে আপনার প্রাইভেসিও।

৩৫ ওয়াট সমৃদ্ধ ব্যাটারি আপনাকে দিবে ৭ ঘণ্টা পর্যন্ত ব্যাকাপ। যদিও তা নির্ভর করে আপনার ব্যবহার এবং সেটিংয়ের ওপর। কানেক্টর পোর্টে থাকছে ২ টি ইউএসবি ৩.২ জেন ১ ,১ টি ইউএসবি ২.০ , ১ টি এইচডিএমআই পোট ,১ টি কার্ড রিডার এবং ১টি হেডফোন মাইক্রোফোন জ্যাক কম্বো। অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে উইন্ডোজ ১১ হোম।২ বছরের ওয়ারেন্টিসহ ল্যাপটপটির দাম ৪৪৬০০ টাকা। ল্যাপটপটি পাবেন গ্লোবাল ব্র্যান্ডের যেকোনো শাখায় এবং অনুমোদিত যেকোনো ডিলার হাউজে।

বিডি প্রেসরিলিস / ০৬ এপ্রিল ২০২২ /এমএম  


LATEST POSTS
ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫

উন্মোচিত হলো টফি’র নতুন প্ল্যাটফর্ম

Posted on মে ১৫th, ২০২৫

পাঠাওয়ের ‘চলো দেশি ভাইব-এ’ ক্যাম্পেইন

Posted on মে ১৫th, ২০২৫

সাত বছরে ‘সারা’ লাইফস্টাইল

Posted on মে ১৫th, ২০২৫