নিজস্ব প্রতিবেদক :: দেশের সর্ববৃহৎ টেকনোলজি এক্সপো বেসিস সফ্টএক্সপো অনুষ্ঠিত হচ্ছে আইসিসিবি তে। এই আসরের অন্যতম আকর্ষণ বিটুবি ম্যাচমেকিং, যেখানে ব্যবসা প্রতিষ্ঠান গুলো বেসিস কমিটির তত্ত্বাবধানে সঠিক ও মানসম্পন্ন আইটি কোম্পানির প্রোডাক্ট দেখে নিতে পারে।
৩০টির অধিক ব্যবসা প্রতিষ্ঠান প্রায় ১০টি সফটওয়্যার প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করে। বিটুবি সেশনটি তত্ত্বাবধান করেন বেসিস মেম্বার কোম্পানি ডাটাবিজ সফটওয়্যার লিমিটেডের কর্ণধার রাশেদ কামাল।
ব্যবসায়ীদের স্হানীয় সফটওয়্যার পণ্যে উদ্ভূদ্ধ করার জন্য বেসিস মেম্বারদের মাধ্যমে ২০% ছাড় ও ডিজিটাল রেডিনেস পুরস্কারের ব্যবস্থা করে।
এরই ফলশ্রুতিতে দেশের সব চাইতে জনপ্রিয় সফটওয়্যার প্রিজম ইআরপি বাছাই করে দীর্ঘ বছরের ব্যবসায়িক প্রতিষ্ঠান রাজা মেটাল ইন্ডাট্রিজ। রাজা মেটাল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নজরুল ইসলাম রাজা ও ডিভাইন আইটি লিমিটেডের সিইও ইকবাল রাসেল স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।চুক্তিটি বেসিস সদস্যদের উপস্তিতিতে সম্পাদিত হয় সফ্টএক্সপোর ডিভাইন আইটি লিমিটেড মেলা প্রাঙ্গনে।
বিডি প্রেসরিলিস /১১ ফেব্রুয়ারি ২০২০ /এমএম
Posted on ফেব্রুয়ারি ৪th, ২০২৩
Posted on ফেব্রুয়ারি ২nd, ২০২৩
Posted on জানুয়ারি ২৬th, ২০২৩
Posted on জানুয়ারি ২৪th, ২০২৩
Posted on জানুয়ারি ১৮th, ২০২৩
Posted on জানুয়ারি ১৭th, ২০২৩
Posted on জানুয়ারি ৮th, ২০২৩
Posted on জানুয়ারি ৮th, ২০২৩
Posted on জানুয়ারি ৬th, ২০২৩
Posted on জানুয়ারি ৫th, ২০২৩