নিজস্ব প্রতিবেদক :: ‘‘তরুণরাই গড়বে আগামীর বাংলাদেশ’’ প্রতিপাদ্যকে সামনে রেখে যাত্রা শুরু করেছে ইয়ুথ ক্যারিয়ার ইনস্টিটিউট। শনিবার গুলশানের ক্যামব্রিয়ান কলেজ অডিটোরিয়ামে কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইনস্টিটিউটের চেয়ারম্যান শরীফ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সভাপতিত্ব করেন ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান লায়ন এম. কে. বাশার পিএম জেএফ।
‘ইয়ুথ ক্যারিয়ার ইনস্টিটিউট’র অভিষেক অনুষ্ঠানে অতিথিরা
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল হক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ. এইচ এম. মোস্তাফিজুর রহমান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তথ্য সচিব সমর চন্দ্র পাল, প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ট্রেজারার আশরাফুল হক, বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবীর, বিজয় টিভির নির্বাহী পরিচালক নায়লা বারী, কাফকো গ্রুপের হেড অব এইচ আর রাকিব উদ্দীন আহম্মেদ প্রমুখ।
ইয়ুথ ক্যারিয়ার ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা রিবেল মনোয়ার
অনুষ্ঠানে ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রিবেল মনোয়ার, ইনস্টিটিউটের পরিচালক, মিডিয়া বিশ্লেষক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সরোজ মেহেদী, ইনস্টিটিটিউটের সাধারণ সম্পাদক আরেফীন দিপু শুভেচ্ছা বক্তব্য রাখেন।
বিডি প্রেস রিলিস/১৯ জুন ২০১৯/এমএম
Posted on মার্চ ১৫th, ২০২৩
Posted on মার্চ ১৫th, ২০২৩
Posted on মার্চ ১২th, ২০২৩
Posted on মার্চ ৯th, ২০২৩
Posted on মার্চ ৯th, ২০২৩
Posted on মার্চ ৯th, ২০২৩
Posted on ফেব্রুয়ারি ২৭th, ২০২৩
Posted on ফেব্রুয়ারি ২৭th, ২০২৩
Posted on ফেব্রুয়ারি ২৬th, ২০২৩
Posted on ফেব্রুয়ারি ২৪th, ২০২৩