মটোরোলা ১৩ নভেম্বর (বুধবার) একটি ইভেন্টে অনেককে আমন্ত্রণ জানিয়েছে। এরইমধ্যে বিভিন্ন গণমাধ্যমকেও আমন্ত্রণবার্তা পাঠিয়েছে মোবাইল ফোন নির্মাতা এই প্রতিষ্ঠানটি। এই ইভেন্টে কয়েকটি ঘোষণা দেবে মটোরোলা।
ভারতের গণমাধ্যম টাইমস নাউ নিউজ ডট কমের এক প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বরের ১৩ তারিখের অনুষ্ঠানের জন্য আমন্ত্রণপত্র পাঠাচ্ছে মটোরোলা। গুঞ্জন উঠেছে,এই ইভেন্টে মটোরোলার বহু প্রতীক্ষিত ভাঁজযোগ্য (ফোল্ডেবল) স্মার্টফোন বাজারে ছাড়া হবে।
মটোরোলার জনপ্রিয় ফ্লিপফোন মডেল ‘রেজর’ ভাঁজযোগ্য হয়ে বাজারে আসছে। এর নাম হবে রেজর ভি-এইট। সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মটোরোলার ভাঁজযোগ্য স্মার্টফোনের ছবি ছড়িয়ে পড়ে।
ছবিতে দেখা গেছে, মটোরোলার ভাঁজযোগ্য স্মার্টফোনটি লম্বালম্বি মাঝ বরাবর ভাঁজ করা যাবে। যেখানে স্যামসাং ‘গ্যালাক্সি ফোল্ড’ এবং হুয়াওয়ে ‘মেট এক্স’ ভাঁজ হয় আড়াআড়িভাবে। এছাড়া মটোরোলার ডিভাইসটির পর্দার ওপরে নচও রয়েছে। স্যামসাং ও হুয়াওয়ের ফোল্ডেবল স্মার্টফোনে কোনও নচ নেই।
বিডি প্রেসরিলিস / ১১ নভেম্বর ২০১৯ /এমএম
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫