Follow us

মটোরোলার ফোল্ডিং ফোন আসছে ১০ সেপ্টেম্বর

 

নিজস্ব প্রতিবেদক :: ১০ সেপ্টেম্বর বাজারে আসছে মটোরোলার ফোল্ডিং ফোন মটো রেজর ২০২০। এই ফোনটি রেজর ৫জি নামেও বাজারে আসতে পারে। শুরুতে ফোনটি চীনের বাজারে আসবে। এরপর গ্লোবালি লঞ্চ হবে।

২০০৪ সালে প্রথম লঞ্চ হয়েছিল মটোরোলা রেজর। যে ফোনটির ফোল্ডেবল ভার্সন গতবছর লঞ্চ করা হয়েছিল। এটি ক্লামশেল ডিজাইনের সাথে এসেছিল। এবার তারই ৫জি সংস্করণ লঞ্চ করা হবে। এমনকি নতুন সংস্করণের ডিজাইনও আগের মত হবে বলে জানা গেছে।

তবে রিপোর্ট অনুযায়ী, মটো রেজর ৫জি আগের ভার্সনের থেকে সামান্য পুরু হবে বলে জানা গেছে। এছাড়াও এতে বেশি রাউন্ডেড এজ থাকবে। আবার কোম্পানির লোগো দিয়ে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি লুকানো থাকবে। আর সামনে ডিসপ্লেতে ছোট নচ দেখা যাবে। নতুন এই ফোনে দুটি ডিসপ্লে থাকবে, যার একটি ৬.২ ইঞ্চি ফ্লেক্স ভিউ পি-ওলিড ডিসপ্লে ও অন্যটি ২.৭ ইঞ্চি কুইক ভিউ জি-ওলিড ডিসপ্লে। এই ফোনটি মার্কারি সিলভার কালারে লঞ্চ হতে পারে।

মোটোরোলা রেজর ২০২০ বা রাজর ৫জি ফোনে ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ থাকবে বলে জানা গেছে। এতে মাঝারি মানের ব্যাটারি দেওয়া হবে। এই ব্যাটারি ২,৮৪৫ এমএএইচ হতে পারে।মটো রজার ২০১৯ ফোনটি ২,৫১০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছিল। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ফোনে ৩,৩০০ এমএএইচ ব্যাটারি ছিল।

ফটোগ্রাফির জন্য এতে ব্রাইট জিএম১ সেন্সরের ৪৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা থাকতে পারে। কোম্পানি এখানে একটি ক্যামেরা ব্যবহার করতে পারে। আবার সেলফির জন্য থাকতে পারে ২০ মেগাপিক্সেল ক্যামেরা। মটো রজার ২০১৯ ফোনের সামনে ৫ মেগাপিক্সেল এবং পিছনে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা ছিল।

বিডি প্রেসরিলিস / ০৪ সেপ্টেম্বর /এমএম


LATEST POSTS
শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫

উন্মোচিত হলো টফি’র নতুন প্ল্যাটফর্ম

Posted on মে ১৫th, ২০২৫

পাঠাওয়ের ‘চলো দেশি ভাইব-এ’ ক্যাম্পেইন

Posted on মে ১৫th, ২০২৫