নিজস্ব প্রতিবেদক :: মোবাইল ফোনের জগতে মটোরালা ছিল অন্যতম পথিকৃৎ। তাই সময়ের সঙ্গে পাল্লা দিতে মটোরোলা নিয়ে এলো নতুন ফাইভ-জি স্মার্ট ফোন। সম্প্রতি রাজধানীর যমুনা ফিউচার পার্কের গ্যাজেট অ্যান্ড গিয়ার শপে জমকালো আয়োজনের মাধ্যমে ফোনটি উন্মোচন করা হয়। মটোরোলা এজ২০ ফিউশন ৫জি মডেলের স্মার্ট ফোনে রয়েছে ৩০ ওয়াটের চার্জারসহ ৫০০০ এমএইচ ব্যটারি। মটোরোলা দাবি করছে, নতুন স্মার্ট ফোনটি ১০ মিনিট চার্জ দিলেই একটানা ১২ ঘণ্টা পর্যান্ত ব্যাকআপ দেবে।
মটোরোলা এজ২০ ফিউশন ফোনে রয়েছে ১৩টি ব্যান্ড, যার ফলে ফোনটি বিশ্বের যেকোনও দেশে ব্যবহার করা যাবে। পেছনের মূল ক্যামেরাটি ১০৮ মেগাপিক্সেলের। সেলফি ক্যামেরাটি ৩২ মেগাপিক্সেলের। সব মিলিয়ে রয়েছে তিনটি ক্যামেরা।এছাড়াও এতে রয়েছে ৯০ হার্জ রিফ্রেশ রেটের ১০ বিট অ্যামোলেড ডিসপ্লে। যার ভিজ্যুয়ালাইজেশন আপনাকে দেবে চমৎকার অনুভূতি।৬ জিবি র্যাম ও ১২৮ জিবি রম ভ্যারিয়েন্টের দাম ৩৬ হাজার ৯৯৯ টাকা। ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি রম ভ্যারিয়েন্টের সেটের দাম পড়বে ৩৮ হাজার ৯৯৯ টাকা।
বিডি প্রেসরিলিস /২৮ মার্চ ২০২২ /এমএম
Posted on আগস্ট ৭th, ২০২২
Posted on আগস্ট ৭th, ২০২২
Posted on আগস্ট ৭th, ২০২২
Posted on আগস্ট ৬th, ২০২২
Posted on আগস্ট ৬th, ২০২২
Posted on আগস্ট ৪th, ২০২২
Posted on আগস্ট ২nd, ২০২২
Posted on আগস্ট ২nd, ২০২২
Posted on আগস্ট ২nd, ২০২২
Posted on আগস্ট ১st, ২০২২