মার্সিডিজ বেঞ্জের এ গাড়িতে রয়েছে ‘অ্যাটেনশন অ্যাসিস্ট’ সুবিধা। ছবি: মার্সিডিজ বেঞ্জ
গাড়ি মানেই চালক—এ ধারণা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে খ্যাতনামা অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠানগুলো। চালকবিহীন, মানে স্বয়ংক্রিয় গাড়ি বানাতে এ মাসেই যৌথভাবে কাজ করার ঘোষণা দিয়েছে ওয়াইমো ও ইন্টেল। একই প্রকল্প হাতে নিতে চায় জাপানের গাড়ি নির্মাতাপ্রতিষ্ঠান ‘হোন্ডা’ ও ‘মাজদা’। তাদের বানানো চালকবিহীন গাড়ি বাজারে আসতে আসতে হয়তো ১০-১২ বছর লাগবে।
‘সায়েন্স ফিকশন’ সিনেমায় নানা প্রযুক্তিগত সুবিধাসম্পন্ন গাড়ি আমরা দেখি। অনেকে ভাবতে পারে, তাহলে অত্যাধুনিক প্রযুক্তি-সংবলিত গাড়ি বোধ হয় বাজারে নেই? ভুল। ভবিষ্যতের কিছু প্রযুক্তি এখনই জুড়ে দেওয়া হয়েছে গাড়িতে, যা কিনতে পাওয়া যাচ্ছে শো-রুমেও। আসুন জেনে নিই এখনকার অত্যাধুনিক গাড়িতে জুড়ে দেওয়া ভবিষ্যতের পাঁচ প্রযুক্তি:
ঝিমিয়ে পড়লে জাগিয়ে দেবে
লং ড্রাইভে বের হলে কিংবা একটি কর্মক্লান্ত দিন শেষে বাড়ি ফেরার সময় গাড়ি চালাতে গিয়ে কিছুটা ঝিমুনি আসাই স্বাভাবিক। সে ক্ষেত্রে গাড়ি যদি স্বয়ংক্রিয়ভাবে জানিয়ে দেয় আপনি ক্লান্ত, কিছুটা বিশ্রাম নিন, তাহলে কেমন হয়? মার্সিডিজ বেঞ্জের গাড়িতে সংযোজন করা হয়েছে ‘অ্যাটেনশন অ্যাসিস্ট’ নামের এ প্রযুক্তি। অত্যাধুনিক এ প্রযুক্তিটি শুধু চালকের ঝিমুনি নয়, বরং চালানোর ক্ষেত্রে ভুল-ভ্রান্তিও শুধরে দেবে। হঠাৎ একটি ‘ব্রেক’ কিংবা চকিত মোড় নেওয়ার ক্ষেত্রে ভুল শুধরে দেবে এ প্রযুক্তি। চালকের গাড়ি চালানোর কিছু বৈশিষ্ট্য ধারণ করে তা বিশ্লেষণের মাধ্যমে আপনাকে দুর্ঘটনা থেকে রক্ষা করবে ‘অ্যাটেনশন অ্যাসিস্ট’।
Posted on সেপ্টেম্বর ২৫th, ২০২৩
Posted on সেপ্টেম্বর ২৪th, ২০২৩
Posted on সেপ্টেম্বর ১৫th, ২০২৩
Posted on সেপ্টেম্বর ১৫th, ২০২৩
Posted on সেপ্টেম্বর ৮th, ২০২৩
Posted on সেপ্টেম্বর ২nd, ২০২৩
Posted on সেপ্টেম্বর ২nd, ২০২৩
Posted on আগস্ট ৩০th, ২০২৩
Posted on আগস্ট ২০th, ২০২৩
Posted on আগস্ট ২০th, ২০২৩