নিজস্ব প্রতিবেদক :: পহেলা বৈশাখ উপলক্ষ্যে স্যামসাং ‘বৈশাখ অফার’ ক্যাম্পেইনের আয়োজন করেছে।
ক্যাম্পেইনের আওতায় বাজারে বিশেষ ছাড়ে পাওয়া যাবে স্যামসাংয়ের স্মার্টফোন। নববর্ষের ক্যাম্পেইনে গ্যালাক্সি জে২কোর মডেলটি পাওয়া যাবে ৭ হাজার ৪৯০ টাকা। এর আগে ফোনটির দাম ছিলো ৮ হাজার ২৯০ টাকা।
গ্যালাক্সি জে৪+ মডেলটি কেনা যাবে ১০ হাজার ৯৯০ টাকায়। ফোনটির দাম কমেছে ৩ হাজার টাকা। গ্যালাক্সি জে৬+ মডেলটির দাম ধরা হয়েছে ১৪ হাজার ৯৯০ টাকা। এর দাম কমেছে সাড়ে ৩ হাজার টাকা।
এছাড়াও, সুপার অ্যামোলেড ডিসপ্লের গ্যালাক্সি জে৮ হ্যান্ডসেটটি যাবে ১৯ হাজার ৯৯০ টাকায়। এর আগে ফোনটির দাম ছিলো ২ হাজার টাকা।
এই অফারের আওতায় গ্যালাক্সি এ৯ স্মার্টফোনটি কেনা যাবে ৩৯ হাজার ৯০০ টাকায়। দাম কমেছে ১০ হাজার ৯০ টাকা।
ক্যাম্পেইন সম্পর্কে স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, পহেলা বৈশাখের উৎসবমূখর আমেজে নতুন মাত্রা যোগ করতে সুলভ মূল্যে ফোনগুলোর বিক্রির সিদ্ধান্ত নিয়েছে স্যামসাং।
বিডি প্রেস রিলিস/ ০৩ এপ্রিল ২০১৯/ এমএম
Posted on অক্টোবর ৫th, ২০২৪
Posted on অক্টোবর ৪th, ২০২৪
Posted on অক্টোবর ৪th, ২০২৪
Posted on অক্টোবর ৪th, ২০২৪
Posted on অক্টোবর ৩rd, ২০২৪
Posted on অক্টোবর ৩rd, ২০২৪
Posted on সেপ্টেম্বর ২৯th, ২০২৪
Posted on সেপ্টেম্বর ২৬th, ২০২৪
Posted on সেপ্টেম্বর ২৬th, ২০২৪
Posted on সেপ্টেম্বর ২৬th, ২০২৪