নিজস্ব প্রতিবেদক :: আমাদের সমস্যা অনেক, সেই তুলনায় সমাধান নিয়ে আলোচনা বা উদ্যোগ কম। দেশি কনটেন্ট বিদেশি সাইট বা অ্যাপ এ প্রকাশ করে দিনের পর দিন অপেক্ষা করা কবে ওখান থেকে কিছু রেভেনিউ পাবো এই আশায় দিন চলে যায়।
এছাড়া পাইরেসির কবলে পড়ে হারিয়ে যায় আসল শিল্পীর সন্মান আর সন্মানী। অথচ আমাদের দেশের আইটি উদ্দ্যোক্তারা দারুন দারুন সব ভিডিও দেখার আর শেয়ার করার প্লাটফর্ম বানিয়ে রেখেছে যেখান থেকে শিল্পীর রয়ালটি থেকে শুরু করে ভিউ প্রতি সম্মানী শিল্পীর কাছে পৌঁছে যেতে পারে কোনো রকম দীর্ঘসূত্রিতা ছাড়াই।
এমন একটা প্লাটফর্ম হলো বাংলাফ্লিক্স (banglaflix)। গান, সিনেমা, নাটক সবই আর্কাইভ করা আছে এখানে শিল্পীদের অনুমতি নিয়ে। উঠতি আর্টিস্টদের জন্যেও একটা সেকশন রাখা হয়েছে যেখানে তারা নিজেদের কনটেন্ট আপ করতে পারবেন। এতে সহজেই বাকি পৃথিবী তাদের কাজ দেখার পাশাপাশি জাজও করতে পারে।
গুগল প্লে স্টোর থেকে বাংলাফ্লিক্স অ্যাপটি ডাউনলোড করা যাবে http://aww.su/MXupY লিংক থেকে।
(বিডি প্রেস রিলিস/০৭অক্টোবর/এসএম)
Posted on অক্টোবর ৫th, ২০২৪
Posted on অক্টোবর ৪th, ২০২৪
Posted on অক্টোবর ৪th, ২০২৪
Posted on অক্টোবর ৪th, ২০২৪
Posted on অক্টোবর ৩rd, ২০২৪
Posted on অক্টোবর ৩rd, ২০২৪
Posted on সেপ্টেম্বর ২৯th, ২০২৪
Posted on সেপ্টেম্বর ২৬th, ২০২৪
Posted on সেপ্টেম্বর ২৬th, ২০২৪
Posted on সেপ্টেম্বর ২৬th, ২০২৪