নিজস্ব প্রতিবেদক :: ওয়ান্ডার ডোনাট ও ওয়ান্ডার মিস্টার বেয়ার নামে নতুন দুটি কেক বাজারে নিয়ে এলো প্রাণের সহযোগী প্রতিষ্ঠান বঙ্গ বেকারস লিমিটেড। শনিবার রাজধানীর বাড্ডায় প্রাণ গ্রুপের প্রধান কার্যালয়ে কেক দুটির মোড়ক উন্মোচন করেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা। ওয়ান্ডার ডোনাট কেক ভ্যানিলা কেকের সাথে চকলেট ক্রিমের সমন্বয়ে তৈরি।
অপরদিকে ওয়ান্ডার মিস্টার বেয়ার কেক যেটা খেলে গ্রাহক ব্যানানা কেকের সাথে মিল্ক ক্রিমের মজাদার স্বাদ পাবেন। বঙ্গ বেকারস লিমিটেডের নির্বাহী পরিচালক অনিমেষ সাহা, বঙ্গ বেকারস লিমিটেডের হেড অব মার্কেটিং বোরহান উদ্দিন চৌধুরী ও অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার তামিম রুহুল এসময় উপস্থিত ছিলেন।
বিডি প্রেসরিলিস / ০৫ মে ২০২৪ /এমএম
Posted on মার্চ ১৯th, ২০২৫
Posted on মার্চ ১৮th, ২০২৫
Posted on মার্চ ৬th, ২০২৫
Posted on মার্চ ৬th, ২০২৫
Posted on মার্চ ৩rd, ২০২৫
Posted on মার্চ ৩rd, ২০২৫
Posted on মার্চ ৩rd, ২০২৫
Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫
Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫
Posted on জানুয়ারি ৮th, ২০২৫