নিজস্ব প্রতিবেদক :: দেশের বাজারে আসার প্রথম মাসেই ব্যহারকারীদের কাছ থেকে ব্যাপক সাড়া এবং জনপ্রিয় হয়ে ওঠেছে হুয়াওয়ে ওয়াচ জিটি-৩। সাশ্রয়ী মূল্যে, স্বাস্থ্য পর্যবেক্ষণ এবং বিজ্ঞানসম্মতভাবে ফিটনেস ট্রেনিংয়ের সঠিক ট্র্যাকিংসহ ট্রেন্ডি লুক, সম্পূর্ণ আপডেট এবং নতুন ইন্টারফেস ডিজাইন হওয়াতে সব বয়সীদের হাতে মানানসই এই স্মার্টওয়াচ।
হারমোনিওএস ২.১ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হুয়াওয়ে ওয়াচ জিটি-৩ স্মার্টওয়াচটির ফ্রেম সাইজ ৪৬এমএম। স্টেইনলেস স্টিলের ফ্রেমের নতুন এই স্মার্টওয়াচটির সামনের অংশ গ্লাস এবং পিছনে অংশ প্লাস্টিক দিয়ে তৈরি। পরবর্তী প্রজন্মের হুয়াওয়ের স্মার্টওয়াচটি বাংলাদেশে মাত্র ২৩ হাজার ৯৯৯ টাকায় কেনা যাচ্ছে।
সঠিক স্বাস্থ্য ও ফিটনেস ট্রেনিং মনিটরিংয়ের জন্য নতুন হুয়াওয়ে ওয়াচ জিটি ৩ -এ রয়েছে ট্রুসিনটিএম ৫.০+ হার্ট রেট মনিটরিং প্রযুক্তি। ওয়্যারলেস চার্জিং সুবিধাসহ ৪৫৫ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারিতে টানা ১৪ দিনের লাইফ সাপোর্ট পাওয়া যাবে।
ওয়াচটির ব্যাপারে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘দেশে বাজারে হুয়াওয়ে ওয়াচ জিটি-৩ -এর আনুষ্ঠানিক উদ্বোধনের প্রথম মাসেই স্মার্টওয়াচ ব্যবহারকারীদের কাছ থেকে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। অতুলনীয় নান্দনিক শৌখিনতা এবং স্বাস্থ্য ও ফিটনেস ট্রেনিং মনিটরিংয়ের ফাংশন যুক্ত স্মার্টওয়াচের খোঁজ করা ক্রেতাদের অনায়াসেই হুয়াওয়ে ওয়াচ জিটি-৩ ডিভাইসটি পছন্দ হবে।”
হুয়াওয়ে ওয়াচ জিটি-৩ তে বেশ কিছু অত্যাধুনিক ফিচার যুক্ত করা হয়েছে। ৪২.৬ গ্রাম (৪৬ মিমি) ওজনের এই স্মার্টওয়াচটিতে প্রায় ৫০ মিটার পানির চাপ প্রতিরোধে এতে ৫ এটিএম যুক্ত করা হয়েছে। এছাড়াও থাকছে নিয়মিত ২২ মিমি স্ট্র্যাপ (৪৬ মিমি মডেল)। নতুন স্মার্টওয়াচটির ১.৪৩ ইঞ্চির অ্যামোলয়েড ডিসপ্লেতে ৩২৬ ঘনত্বের ৪৬৬ বাই ৪৬৬ পিক্সেলের রেজুলিউশন সুবিধা পাওয়া যাবে।
ওয়াচটিতে অ্যাক্সিলোমিটার, জাইরো, হার্টরেট, ব্যারোমিটার, কম্পাস, এসপিও২ এবং শরীরের তাপমাত্রা মাপার থার্মোমিটার সেন্সরসহ ব্লুটুথ ৫.১ এবং জিপিএস ফিচার যুক্ত করা হয়েছে। এআই রানিং কোচ এবং হেলদি লিভিং শ্যামরক রয়েছে। ব্লাক, স্টিল ও গোল্ড রঙের হুয়াওয়ে ওয়াচটিতে ওয়ার্কআউট মনিটরিং ফিচার হিসেবে রয়েছে ১৮টি পেশাদার ওয়ার্কআউট মোড, ১২টি আউটডোর ওয়ার্কআউট ও ৬টি ইনডোর ওয়ার্কআউট মোডসহ শতাধিক ওয়ার্কআউট মোড।
বিডি প্রেসরিলিস / ২৪ এপ্রিল ২০২২ /এমএম
Posted on ডিসেম্বর ৪th, ২০২৩
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৩
Posted on ডিসেম্বর ২nd, ২০২৩
Posted on ডিসেম্বর ২nd, ২০২৩
Posted on ডিসেম্বর ২nd, ২০২৩
Posted on ডিসেম্বর ১st, ২০২৩
Posted on নভেম্বর ৩০th, ২০২৩
Posted on নভেম্বর ২৯th, ২০২৩
Posted on নভেম্বর ২৭th, ২০২৩
Posted on নভেম্বর ২৩rd, ২০২৩