নিজস্ব প্রতিবেদক :: নতুন বছর উপলক্ষে দেশের জনপ্রিয় নুডলস ব্র্যান্ড ‘মি. নুডলস’ নিয়ে এলো ‘নিউ ইয়ার উইশ’ কর্মসূচি। এ কর্মসূচির আওতায় মি. নুডলসের কাপ নুডলসের মাধ্যমে প্রিয়জনকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তার ছবি পাঠিয়ে দিলে পাওয়া যাবে বিভিন্ন ধরনের পুরস্কার।
পুরস্কারের মধ্যে রয়েছে ল্যাপটপ, ভিশন ৩২ ইঞ্চি এলইডি টিভি, দুরন্ত বাইসাইকেল, স্মার্টফোন, ভিশন মাইক্রোওভেন, ভিশন রুম হিটার, ভিশন সাউন্ড সিস্টেম, স্মার্ট ওয়াচসহ অন্যান্য পুরস্কার। গত ২৫ ডিসেম্বর শুরু হয়ে এ কর্মসূচী চলবে ১৫ জানুয়ারি, ২০২১ পর্যন্ত।
মি. নুডলসের হেড অব মার্কেটিং তোষন পাল বলেন, “মি. নুডলসের কাপ নুডলস এখন মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়। রান্নার ঝামেলা ছাড়া সহজে ক্ষুধা নিবারণের জন্য কাপ নুডলস এই জনপ্রিয়তা পেয়েছে। আমরা মনে করি, নতুন বছরের শুরুতে এ কর্মসূচী ভোক্তার সাথে মি. নুডলসের সম্পৃক্ততা আরও মজবুত করবে।”
মি. নুডলসের ব্র্যান্ড ম্যানেজার রিয়াদুল ইসলাম বলেন, “ক্যাম্পেইনে অংশ নিতে মি. নুডলসের কাপ নুডলসের ঢাকনায় নিউ ইয়ার উইশটি লিখে উপহার দিতে হবে প্রিয় মানুষকে এবং উইশসহ কাপের ছবি তুলে পাঠিয়ে দিতে হবে মি. নুডলসের ফেসবুক পেজে (https://www.facebook.com/mr.noodlesbd//) এ সংক্রান্ত কর্মসূচির কমেন্ট বক্সে কিংবা #MrNoodlesHappyNewYear হ্যাশট্যাগ ব্যবহার করে। উইশগুলোর মধ্য থেকে সেরা ১০ উইশকে বাছাই করে বিজয়ী করা হবে।’’
বিডি প্রেসরিলিস /০১ জানুয়ারি ২০২১ /এমএম
Posted on জানুয়ারি ২৮th, ২০২১
Posted on জানুয়ারি ২৭th, ২০২১
Posted on জানুয়ারি ২৭th, ২০২১
Posted on জানুয়ারি ২৭th, ২০২১
Posted on জানুয়ারি ২৭th, ২০২১
Posted on জানুয়ারি ২৭th, ২০২১
Posted on জানুয়ারি ২৭th, ২০২১
Posted on জানুয়ারি ২৭th, ২০২১
Posted on জানুয়ারি ২৫th, ২০২১
Posted on জানুয়ারি ২৪th, ২০২১