নিজস্ব প্রতিবেদক :: অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশের আইকনিক ১১.১১ ক্যাম্পেইনে ঝিউন দিচ্ছে বিশাল ডিসকাউন্ট। যারা ঝিউনের পণ্য কেনার জন্য অপেক্ষা করছেন তাদের জন্য থাকছে ঝিউনের চমক। তাই দেরি না করে এখনই আপনার পছন্দের ঝিউন পণ্যটি দারাজে অ্যাড টু কার্ড করে রাখুন যাতে দারাজ ১১.১১ ক্যাম্পেইনে বিশাল ডিসকাউন্ট উপভোগ করতে পারেন।
ভিডিও কনটেন্ট ক্রিয়েটরদের অত্যাধুনিক প্রযুক্তির ঝিউন গিম্বল দেশে জনপ্রিয়। আর দেশে বাজারে স্মার্ট টেকনোলজিস বাংলাদেশ লিমিটেড দিচ্ছে ঝিউন অথোরাইজড প্রোডাক্ট। পেশাদার মানের ভিডিও ধারণের জন্য স্মার্টফোন ও ক্যামেরার জন্য আলাদা আলাদা গিম্বল প্রতিষ্ঠানটি সরবরাহ করছে। ক্রেতাদের জন্য তাই দারাজের ১১.১১ ক্যাম্পেইনে ঝিউনের পণ্যে ৪০% পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে প্রতিষ্ঠানটি। ১১ নভেম্বর থেকে ২১ নভেম্বর চলবে এই অফার তবে স্টক শেষ হওয়া পর্যন্ত। এছাড়া কিছু নির্দিষ্ট ঝিউন পণ্যে ইএমআই সুবিধাও পাওয়া যাবে।
এছাড়া দারাজে জিউন ফ্ল্যাগশিপ স্টোর থেকে পণ্য কিনলে ১ বছরের ওয়ারেন্টি পাবেন ক্রেতারা। তাই ঝিউনের অফিসিয়াল পণ্য কেনার সময় অবশ্যই স্মার্ট টেকনোলজিসের স্টিকার আছে কিনা তা খেয়াল রাখবেন। কারণ প্রতিটি অথোরাইজড ঝিউন প্রোডাক্টের সঙ্গে এক বছরের বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করবে স্মার্ট টেকনোলজিস বাংলাদেশ লিমিটেড।
অনলাইনে অর্ডার করতে ভিজিট করুন জিউন বাংলাদেশের অফিসিয়াল দারাজ স্টোর: https://click.daraz.com.bd/e/_7pCQU এবং অফিশিয়াল প্রোডাক্ট, অফিশিয়াল স্টোর থেকে ওয়ারেন্টি সহকারে কিনুন।
স্মার্ট টেকনোলজিস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ফটোগ্রাফার এবং ভিডিওগ্রাফারদের মধ্যে স্মার্টফোন এবং ক্যামেরা গিম্বলের জনপ্রিয়তাও দিন দিন বাড়ছে। এই চাহিদার কথা মাথায় রেখে ১১.১১ ক্যাম্পেইনে ঝিউন পণ্যে ৪০% পর্যন্ত ডিসকাউন্ট রয়েছে। যারা ঝিউন পণ্য কেনার কথা ভাবছিলেন তারা অফারটি কাজে লাগিয়ে দারাজে জিউন ফ্ল্যাগশিপ স্টোর থেকে পণ্য কিনে ফেলুন।
বিডি প্রেসরিলিস / 08 নভেম্বর ২০২২ /এমএম
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ৩rd, ২০২৪