নিজস্ব প্রতিবেদক :: স্মার্টফোন ও ট্যাব মেলায় শুধু ফোন বা ট্যাবলেট নয়, পাওয়া যাচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টওয়াচ ও স্মার্টব্যান্ড। এসব স্মার্ট ডিভাইসও তরুণদের চাহিদার শীর্ষে রয়েছে।
মেলায় এসে স্মার্ট ওয়াচ কিনতে দেখা গেল আবরার হোসেনকে। বেসরকারি চাকরীজীবি আবরার টেকশহরডটকমকে বলেন, এখন স্মার্ট ওয়াচেও অনেক কাজ করা যায়। তাই অ্যানালগের পাশাপাশি আমার পছন্দের তালিকাতে নতুন যোগ হয়েছে এই ডিভাইস। ছাড়ে একটি স্মার্টওয়াচ কিনেছেন বলেও জানান তিনি।মেলা ঘুরে দেখা যায়, হুয়াওয়ে এনেছে তাদের স্মার্ট ডিভাইস ‘হুয়াওয়ে ওয়াচ জিটি’। মেলার হুয়াওয়ে প্যাভিলিয়নে ৫ হাজার ১৯০ টাকা ছাড় দিয়ে স্মার্ট ওয়াচটি বিক্রি হচ্ছে ১৪ হাজার ৮০০ টাকায়।
১ দশমিক ৩৯ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লের ওয়াচটিতে রয়েছে টাচ স্ক্রিন স্লাইড ও টাচ জেসচার। ১৪ দিন ব্যাটারি লাইফের ডিভাইসটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ৪.৪ অপারেটিং সিস্টেম।স্মার্টওয়াচ ছাড়াও হুয়াওয়ে বিক্রি করছে দুটি মডেলের স্মার্টব্যান্ড। হুয়াওয়ে টকব্যান্ড বি৩ লাইট ১ হাজার ৯৯০ টাকা ছাড়ে বিক্রি হচ্ছে ৬ হাজার টাকায়।আর হুয়াওয়ে ব্যান্ড৩ ই ছাড়ে বিক্রি হচ্ছে দেড় হাজার টাকায়।
ডিএক্স টেলও স্মার্টব্যান্ড বিক্রি করছে। প্রতিষ্ঠানটি শাওমির মি ব্যান্ড ২ বিক্রি করছে ১ হাজার ৩৩০ টাকায়, মি ৩ এক হাজার ৮৭৫ টাকায়।শাওমির ব্যান্ড ছাড়াও রয়েছে স্মার্টওয়াচ। মি অ্যামাইজফিট বিপ ১০ শতাংশ ছাড়ে ৫ হাজার ১৩০ টাকা, মি অ্যামাউজফিট ভার্জ ৫ শতাংশ ছাড়ে ১২ হাজার ৩৫০ টাকায় পাওয়া যাচ্ছে।
আজ শেষ দিনে মেলা চলবে রাত আটটা পর্যন্ত।
বিডি প্রেস রিলিস / ০৬ জুলাই ২০১৯ /এমএম
Posted on জানুয়ারি ৮th, ২০২৫
Posted on জানুয়ারি ১st, ২০২৫
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ৩rd, ২০২৪