নিজস্ব প্রতিবেদক :: জমে উঠেছে আইডিবির মেলা। বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি) এর আয়োজনে দেশের বৃহত্তম কম্পিউটার ও ল্যাপটপ মেলা ‘সিটি আইটি মেগা ফেয়ার ২০২২’ এর ৫ম দিনের মেলা চলছে আজ। ক্রেতা ও দর্শনার্থীদের ভিড়ে মুখরিত মেলা প্রাঙণ জমে উঠেছে। ল্যাপটপ, কম্পিউটার এবং প্রযুক্তিপণ্য কিনতে আইডিবিতে ভিড় করছেন অনেকে। ২৯ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টায় থেকে রাত ৮টা পর্যন্ত মেলা প্রাঙণ এবং মার্কেট খোলা থাকছে।
কর্ম ব্যস্তদিনে ৫ম দিনের মেলা আজ ২ জানুয়ারি সোমবার সকাল থেকেই মেলাতে ভিড় লক্ষ্য করা গেছে। ল্যাপটপের পাশাপাশি কম্পিউটারও বিক্রি হচ্ছে। সেসঙ্গে অন্য প্রযুক্তিপণ্যও বিক্রি হচ্ছে। মেলা প্যাভিলন ও স্টল ঘুরে দেখছেন দর্শনার্থীরা। ল্যাপটপ কিনতে কেউ কেউ পছন্দের পণ্যের দাম জানতে চাইছেন। আবার কোন ব্র্যান্ডে কি অফার আছে সে তথ্য জানার জন্য প্যাভিলন ও স্টলে যাচ্ছেন।
মেলাতে ঘুরে আসা দর্শনার্থী ইলিয়াস লিটন বলেন, আইডিবিতে মেলা হচ্ছে শুনে আজ দেখতে আসলাম। প্রযুক্তিপণ্য নিয়ে আমার আগ্রহ বরাবরই। তাই আইডিবির মেলাতে নতুন কোনো পণ্য এসেছে কিনা সেটা দেখতে আসলাম। ছোট পরিসরে মেলা হলেও বেশ গোছালে পরিবেশেই হচ্ছে। যে কয়েকটি স্টল আর প্যাভিলন করা হচ্ছে, সেগুলো আসলেই দারুন।
মেলা আসা আরেক দর্শনার্থী নাহিদা আক্তার বলেন, আমার ছোট্ট ছেলেকে দিয়ে মেলায় এসেছি। দারুণ মজা করেছে। ভিআরএ গেম খেলেছে। টেক ইউটিউবাররা মেলায় এসেছিল, তাদের সঙ্গে সেলফি তুলেছে। কথা হয়েছে তাদের সঙ্গে। দারুণ সময় কাটিয়েছে আমার ছেলে আইডিবির মেলাতে এসে। শিক্ষার্থী তমাল দাস জানান, মেলাতে কেনাকাটা না করেও র্যাফেল ড্রতে অংশ নিয়েছে। আইডি কার্ড ব্যবহার করে এই সুযোগ পেয়েছে।
‘মেট্রোরেলের গতিতে কেনাকাটা হবে তুড়িতে’ বিষয়টি মাথায় রেখে মেলা চলাকালীন সময়ে ক্রেতাদের জন্য রয়েছে সকল পণ্যের উপর আকর্ষণীয় মূল্যছাড় ও পুরস্কার। এছাড়া দর্শনার্থীদের জন্য রয়েছে র্যাফেল ড্র এর মাধ্যমে আকর্ষণীয় পুরষ্কার জেতার সুযোগ। এছাড়া স্পন্সর তারা ক্রেতাদের বাড়তি সুবিধা দিচ্ছে। আয়োজন সফল করতে আয়োজকরা সব ধরনের ব্যবস্থা গ্রহন করেছে। তবে এবারের মেলায় শিক্ষার্থীরা প্রাধাণ্য পাচ্ছে। এছাড়া মেলায় রয়েছে ক্রেতা ও দর্শনার্থীদের জন্য গেমিং প্রতিযোগিতা, বেস্ট পিসি বিল্ডারর্স প্রতিযোগিতা, র্যাফেল ড্রসহ আরো অনেক আয়োজন।
আয়োজকরা জানান, এবারের ‘সিটি আইটি মেগা ফেয়ার ২০২২’ মেলায় স্পন্সর প্রতিষ্ঠানের ৬টির (আসুস, ডেল, গিগাবাইট, এইচপি, লেনেভো এবং লজিটেক) প্যাভিলন রয়েছে। মেলায় স্পন্সর প্রতিষ্ঠানের প্যাভিলন ছাড়াও পার্টিসিপেন্ট হিসেবে স্টলে রয়েছে ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠান স্টারগেট কমিউনিকেশন লিমিটেড, সিকিউরিটি ডিভাইস শিমো, কন্সালটেন্সি ফার্ম এএইচজেড অ্যাসোসিয়েট এবং বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থার বিশ্বমানের দোয়েল ল্যাপটপ। মেলায় দর্শনার্থীদের জন্য রয়েছে এমএসআই এর সৌজন্যে গেমিং কম্পিটিশন, এক্সপি-পেন এর সৌজন্যে চিত্রাংকন প্রতিযোগিতা, টেন্ডা রাউটার সৌজন্যে ফটোগ্রফি কম্পিটিশন।
এদিকে, বৃহস্পতিবার ২৯ ডিসেম্বর থেকে বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি) এর আয়োজনে দেশের বৃহত্তম কম্পিউটার ও ল্যাপটপ মেলা ‘সিটি আইটি মেগা ফেয়ার ২০২২’ শুরু হয়। রাজধানীর আগারগাঁও এর আইডিবি ভবনে ‘প্রযুক্তির সোপানে উৎকর্ষের শীর্ষে’ স্লোগানে মেলা চলবে ৭ জানুয়ারি ২০২৩ পর্যন্ত।
বিডি প্রেসরিলিস / ০২ জানুয়ারি ২০২৩ /এমএম
Posted on ডিসেম্বর ৪th, ২০২৩
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৩
Posted on ডিসেম্বর ২nd, ২০২৩
Posted on ডিসেম্বর ২nd, ২০২৩
Posted on ডিসেম্বর ২nd, ২০২৩
Posted on ডিসেম্বর ১st, ২০২৩
Posted on নভেম্বর ৩০th, ২০২৩
Posted on নভেম্বর ২৯th, ২০২৩
Posted on নভেম্বর ২৭th, ২০২৩
Posted on নভেম্বর ২৩rd, ২০২৩