নিজস্ব প্রতিবেদক :: গ্যালাক্সি সিরিজের সবচেয়ে শক্তিশালী ক্যামেরা এস২০ সিরিজে ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছে স্যামসাং।ডিভাইসটির ক্যামেরায় কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে হার্ডওয়্যারের একটা সংযোগ ঘটিয়ে গ্যালাক্সি এস২০, এস২০+ ও গ্যালাক্সি এস২০ আল্ট্রা বাজারে আনা হয়েছে।গ্যালাক্সি এস২০ সিরিজের ডিভাইগুলোতে আছে অ্যাডভান্সড সেন্সর যুক্ত ক্যামেরা। যতে হাই-রেজ্যুলেশনের ছবি তোলা সম্ভব। এস২০ আল্ট্রা ডিভাইসটিতে রয়েছে ১০৮ মেগাপিক্সেল এবং এস২০ ও এস২০+ ডিভাইস দুটিতে ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।
এর পাশাপাশি ডিভাইসগুলোতে রয়েছে ছবি তোলার ক্ষেত্রে জুম সুবিধা। এস২০ ও এস২০+ ডিভাইস দু’টিতে ৩০এক্স জুম এবং এস২০ আল্ট্রাতে ১০০এক্স জুম ব্যবহার করা হয়েছে।ভিডিও থেকে ডিভাইসটির মাধ্যমে ৩৩ মেগাপিক্সেলের হাই-রেজ্যুলেশনের ছবি ধারণ করা যায়। বিশেষ মুহূর্তগুলোর ছবি পেতে চাইলে এতে ১০ সেকেন্ডের রেকর্ড করে পরে সেখান থেকে ছবি নেওয়া যাবে।এর বাইরে ভিডিওতে স্ট্যাবিলাইজ মোশন সুবিধা থাকায় ঘণ্টায় ১০ মাইল বেগে দৌড়ানোর ছবিও সাবলীলভাবে ধারণ করা যায়।নাইট মোডেও ডিভাইসটি দিয়ে উন্নত ছবি তোলা যায়।
বিডি প্রেসরিলিস /১০ এপ্রিল ২০২০ /এমএম
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫