Follow us

গেমারদের জন্য আসছে ১৮ জিবি র‌্যামের ফোন

 

নিজস্ব প্রতিবেদক ::  নতুন বছরে গেমারদের জন্য বাজারে এসেছে আসুসের নতুন ফোন। মডেল আসুস আরওজি ৫। এটি বিশ্বের প্রথম ফোন যেটাতে রয়েছে ১৮ জিবি র‌্যাম। মূলত গেমারদের কথা মাথায় রেখেই ফোনটি তৈরি করা হয়েছে।আসুস আরওজি ফোন ৫ মডেলে দেওয়া হয়েছে স্যামসাং-বিল্ট ৬.৭৮ হসবে ফুল এইডি+ অ্যামোলেড ডিসপ্লে। রিফ্রেশ রেট ১৪৪এইচজেড। এবং টাচ স্যাম্পেলিং রেট ৩০০ এইচজেড। এছাড়াও স্মার্টফোনটি দেওয়া হয়েছে পিএমওলেড মনোক্রম ডিসপ্লে। এর সঙ্গে ফোনের পিছনের দিকে কাস্টমাইজ়েবল অ্যানিমেশন দেখা যাবে। এবং বিভিন্ন স্টেটাস এবং অ্যালার্ট শো করবে।

ফোনে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ ৫জি এসওসি। সঙ্গে থাকছে ১৮ জিবি এলপিডিডিআর৫ র‌্যাম। এছাড়াও ফোনটি দেওয়া হয়েছে ফ্রন্ট ফায়ারিং স্পিকার। যার মধ্যে রয়েছে ডুয়েল অ্য়ামপ্লিফায়ার টেকনোলজি। এছাড়াও দেওয়া হয়েছে একটি ৩.৫এমএম হেডফোন জ্যাক। ফোনটি থেকে পাওয়া যাবে হাই রেজ়লিউশন অডিয়ো প্লেব্যাক।

ক্যামেরার প্রসঙ্গে বলতে গেলে বলা যায়, ফোনে দেওয়া হয়েছে ৬৪ মেগাপিক্সেলের সনি ক্যামেরা। যার ডিওএফ ১.৮। রয়েছে সনির আইএমএক্স ৬৮৬ সেন্সর। এছাড়াও রয়েছে ১৩ মেগাপিক্সেলের একটি আলট্রা উয়াইড ক্যামেরা। এবং ৫ ম্যাগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা দেওয়া হয়েছে ফোনটিতে।

সেলফির জন্য ফোনটিতে দেওয়া হয়েচে একটি ২৪ ৫ ম্যাগাপিক্সেলের ক্যামেরা। গেমারদের কথা মাথায় রেখে ৬০০০এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি দেওয়া হয়েছে।ফোনটির দাম রাখা হয়েছে ভারতীয় মুদ্রায় প্রায় ৮০,০০০ টাকা। ফোনটিতে ডুয়েল সিম সাপোর্ট করবে। দুটোই ন্যানো সিম থাকবে। ফোনটিতে অ্যানড্রয়েড ১১ওএস রয়েছে।ফোনটিতে রয়েছে ৫জি, ৪জি এলটিই, ওয়াইফাই ৮০২ সাপোর্ট করবে। এছাড়াও অত্যাধুনিক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। সংস্থার তরফে মনে করা হচ্ছে ফোনটিতে যেহেতু র‌্যাম অনেকটাই বাড়ানো হয়েছে তার ফলে গেমারদের পছন্দের তালিকার প্রথমেই থাকবে ফোনটি।

বিডি প্রেসরিলিস / ০৩ জানুয়ারি ২০২১ /এমএম 


LATEST POSTS
সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহীতার স্বীকৃতি পেল ইসলামী ব্যাংক

Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪

সুজুকির ২৫০ সিসির দুই মোটরসাইকেল এখন দেশের বাজারে

Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪

মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো আরএফএল বেস্ট বাই

Posted on নভেম্বর ২৬th, ২০২৪

শীতে উষ্ণতার যোগান দিতে ‘সারা’র শীতপোশাকের সম্ভার

Posted on নভেম্বর ২৬th, ২০২৪

তৃতীয়বারের মতো ‘সাফা গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন ওয়ালটনের

Posted on নভেম্বর ১৭th, ২০২৪

ভিসার চারটি মর্যাদাপূর্ণ পুরস্কার জিতল ব্র্যাক ব্যাংক

Posted on নভেম্বর ১৭th, ২০২৪

রান্নার প্রস্তুতি সহজ করবে মিনিস্টার মিক্সার গ্রাইন্ডার

Posted on নভেম্বর ১৭th, ২০২৪

এসিআই ফুডস অ্যান্ড কমোডিটি ব্র্যান্ডস-এর নতুন চিফ বিজনেস অফিসার

Posted on নভেম্বর ৩rd, ২০২৪

ডিবিএল সিরামিকস এবং এডিসন রিয়েল এস্টেটের মধ্যে চুক্তি

Posted on নভেম্বর ৩rd, ২০২৪

এনবিএ’এর আয়োজনে সংবাদ উপস্থাপকদের নিয়ে কর্মশালা

Posted on নভেম্বর ৩rd, ২০২৪