নিউজ ডেস্ক :: বাংলালিংক ও গুগলের এরিয়া ১২০ গ্রুপ যৌথ উদ্যোগে কর্ম নামে একটি অ্যাপ চালু করতে চুক্তিবদ্ধ হয়েছে। তরুণদের চাকরির সুযোগ ও ক্যারিয়ার উন্নয়নে বিভিন্ন সহায়তা দিতে এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠান দুটি।
এই চুক্তির আওতায় বাংলালিংক আউটলেটে কর্ম অ্যাপের কিয়স্ক থাকবে, যার মাধ্যমে গ্রাহকরা কর্ম অ্যাপ ব্যবহারের নির্দেশাবলীসহ কর্মসংস্থান ও ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন তথ্য জানতে পারবেন।
প্রোগ্রামটি পাইলট প্রোজেক্ট হিসেবে মিরপুর, খিলগাঁও, বাড্ডা, মোহাম্মাদপুর, উত্তরা ও পুরানো ঢাকার আউটলেটে চালু করা হয়েছে।
আগামী কয়েক মাসের মধ্যে ঢাকার আরও বেশ কিছু আউটলেটে চালু করা হবে প্রোগ্রামটি। বাংলালিংকের ভারপ্রাপ্ত চিফ কমার্শিয়াল অফিসার রিতেশ কুমার সিং বলেন, অ্যাপ্লিকেশানটি সহজে ব্যবহারযোগ্য একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করে চাকুরি সন্ধানকারী ও নিয়োগকারীদের আরোও সহজে সংযুক্ত করতে সাহায্য করবে।
কর্ম অ্যাপের অপারেশন ম্যানেজার জেস বায়ের্নস বলেন, উন্নত কর্মসংস্থানের সুযোগ সহজে ও সুবিধামতো স্মার্টফোনের মাধ্যমে ঢাকার বাসিন্দাদের কাছে পৌঁছে দেওয়া ‘কর্ম’ অ্যাপটির প্রাথমিক লক্ষ্য।
অ্যাপটির অ্যান্ড্রয়েড ভার্সন গুগল প্লে স্টোরে পাওয়া যাবে। বর্তমানে অ্যাপটি শুধু ঢাকাভিত্তিক সেবা দেবে।
বিডি প্রেস রিলিস/১৮ অক্টোবর ২০১৮/এসএম
Posted on সেপ্টেম্বর ৫th, ২০২৪
Posted on সেপ্টেম্বর ৫th, ২০২৪
Posted on সেপ্টেম্বর ৫th, ২০২৪
Posted on সেপ্টেম্বর ৫th, ২০২৪
Posted on সেপ্টেম্বর ৫th, ২০২৪
Posted on সেপ্টেম্বর ৫th, ২০২৪
Posted on সেপ্টেম্বর ৪th, ২০২৪
Posted on সেপ্টেম্বর ৩rd, ২০২৪
Posted on সেপ্টেম্বর ৩rd, ২০২৪
Posted on সেপ্টেম্বর ৩rd, ২০২৪