Follow us

কম দামে ৫জি ফোন আনল নকিয়া

 

নিজস্ব প্রতিবেদক :: সাশ্রয়ী দামে নতুন ৫জি ফোন আনল নকিয়া। মডেল নকিয়া জি৩০০। নকিয়ার মালিকানাধীন প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল সম্প্রতি আমেরিকার বাজারে নতুন ফোন বিক্রি শুরু করেছে।নকিয়া দাবি করছে বাজারে যত ৫জি কানেকটিভিটি সমৃদ্ধ স্মার্টফোন পাওয়া যাচ্ছে তার মধ্যে সবচেয়ে কম দামের ফোন জি৩০০।এই ফোনের ডিজাইনে রয়েছে একাধিক চমক। সেলফি ক্যামেরার জন্য় ফোনের ডিসপ্লেতে রয়েছে ওয়াটারড্রপ-স্টাইল নচ এবং একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ফোনে রয়েছে ওজো অডিও সাপোর্ট।

নকিয়া দাবি করছে, এই দুর্ধর্ষ প্রযুক্তি ভিডিও ক্ষেত্রেও গ্রাহকদের চমৎকার সাউন্ড কোয়ালিটি দিতে পারবে। প্রিলোডেড ফিচার্সের মধ্যে এই ফোনে রয়েছে একটি ডেডিকেটেড নাইট মোড এবং ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন। নেক্সট-জেনারেশন সেলুলার কানেক্টিভিটির এই স্মার্টফোনের পারফরম্যান্সের জন্য একটি এই ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০ প্রসেসর।নতুন নকিয়া ফোন চলবে অ্যানড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে। ডিভাইসটিতে ৬.৫২ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে থাকছে। ৪ জিবি র‌্যামের এই ফোন ১ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ সমর্থন করে।

নকিয়া নতুন ফোনে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার প্রাইমারি সেন্সর ১৬ মেগাপিক্সেলের অ্যাপারচর এফ/১.৮। এছাড়া, সেকেন্ডারি ক্যামেরা হিসেবে এই ফোনে রয়েছে একটি ৫ মেগাপিক্সেলেরর আলট্রা ওয়াইড শুটার এবং আর একটি ২ মেগাপিক্সেলেল ডেপথ সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে থাকছে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা।ব্যাকআপের জন্য ফোনটিতে ৪৪৭০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে। দ্রুতগতিতে চার্জ দেয়ার জন্য আছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট দেয়া হয়েছে।ফোনটির দাম ২০ হাজার টাকার মধ্যে।

বিডি প্রেসরিলিস / ১৪ অক্টোবর ২০২১ /এমএম    

 


LATEST POSTS
ওয়ালটন কারখানা পরিদর্শনে পররাষ্ট্রমন্ত্রী

Posted on নভেম্বর ২৭th, ২০২১

ওয়ালটন ওয়াশিং মেশিন রোড শো’র ২য় রাউন্ড সম্পন্ন

Posted on নভেম্বর ২৭th, ২০২১

বাজারে নতুন পণ্য নিয়ে আসছে হ্যাফলে

Posted on নভেম্বর ২৭th, ২০২১

ফেনীতে আড়ংয়ের পথচলা শুরু

Posted on নভেম্বর ২৭th, ২০২১

ইন্টারনেট না থাকলেও ফেসবুক ব্যবহার করতে পারবেন রবি গ্রাহকরা

Posted on নভেম্বর ২৫th, ২০২১

দেশের বাজারে অপোর নতুন চমক গ্লো ডিজাইনের এ৯৫

Posted on নভেম্বর ২৫th, ২০২১

বাইকে কোম্পানির কমিশন কমালো পাঠাও

Posted on নভেম্বর ২৫th, ২০২১

বনশ্রীতে সাড়া ফেলেছে ‘সারা’র আউটলেট

Posted on নভেম্বর ২৩rd, ২০২১

সোশ্যাল ইসলামী ব্যাংকের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Posted on নভেম্বর ২৩rd, ২০২১

ফ্যান্টাসি কিংডমে বিনোদনের সুযোগ পেল সুবিধাবঞ্চিত শিশুরা

Posted on নভেম্বর ২৩rd, ২০২১