নিজস্ব প্রতিবেদক :: ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ- এর মেকট্রিক্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ‘ক্যারিয়ার প্ল্যানিং ইন ইলেক্ট্রো-মেকানিক্যাল ’ শীর্ষক সেমিনার রবিবার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইলেকট্রিকাল এন্ড ফায়ার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, রিলায়েবল ইঞ্জিনিয়ারিং এন্ড সলিউশনস লিমিটেড (আরইএসএল) এর পরিচালক হুমায়ুন কবির।
মেকট্রিক্রনিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মিজানুর রহমান তার স্বাগত বক্তব্যের মাধ্যমে সেমিনার শুরু করেন। সেমিনারে হুমায়ুন কবির বলেন, ‘একজন প্রকৌশল ছাত্রের জন্য দক্ষতার কোনও বিকল্প নেই। আর দক্ষতা বৃদ্ধির জন্য একজন ছাত্রকে নিজস্ব একাডেমিক শিক্ষার পাশাপাশি অন্যান্য প্রশিক্ষণ কর্মসূচিতে নিজেকে যুক্ত করতে হবে।’
সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এ কে এম জিয়াউল ইসলাম এবং ডিন অধ্যাপক আব্দুর রউফ, অন্যান্য কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। শিক্ষার্থীদের প্রশ্নোত্তর ও আলোচনাপর্বের মাধ্যমে সেমিনারের সমাপ্তি ঘোষণা করা হয়।
বিডি প্রেস রিলিস / ০৭ জুলাই ২০১৯ /এমএম
Posted on জানুয়ারি ৮th, ২০২৫
Posted on জানুয়ারি ১st, ২০২৫
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ৩rd, ২০২৪